ফেসবুকে এলো নতুন ফিচার

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ নভেম্বর ২০১৭, ১৬:০২

ফেসবুকে রোজই আসছে নিত্য নতুন ফিচার। এবার ফেসবুক নিয়ে এলো তাদের নতুন আরও এক ফিচার। এই ফিচারে ফেসবুক ব্যবহারকারীরা তাদের স্টেটাস আপডেটে পোল ক্রিয়েট করে বন্ধুদের বিভিন্ন প্রশ্ন করতে পারবেন। এই পোলে সাপোর্ট করবে জিআইএফ।

এই ফিচারটি ওয়েব ব্রাউজার ও অ্যাপ দুই প্ল্যাটফর্মেই কাজ করবে। এর মাধ্যমে ব্যাবহারকারীরা কমেন্টে প্রশ্নের উত্তর না দিয়ে সরাসরি পোলেই নিজেদের মতামত জানাতে পারবেন।

এছাড়াও কতদিন চালু রাখবেন এই পোল তা ঠিক করতে পারবেন ইউজার নিজেই। যদিও এই ফিচার ইতিমধ্যেই বাজারে এনেছে ইনস্টাগ্রাম। ইস্টাগ্রামের স্টোরি সেকশানে এই ফিচার এসেছে গত মাসেই। টুইটারেও এই ফিচার ইতিমধ্যেই উপস্থিত আছে।

কীভাবে তৈরি করবেন ফেসবুক পোল স্টেটাস? সাধারণ স্টেটাস যেভাবে পোস্ট করেন সেভাবেই পোস্ট করতে হবে নতুন এই পোল স্টেটাস। স্টেটাস পোস্ট করার সময় টেস্ট বস্কের নিচে নতুন 'পোল' অপশনটি দেখতে পাবেন। সেখানে ''আস্ক সামথিং" সিলেক্ট করে নিজের প্রশ্ন টাইপ করে ফেলুন। উত্তরে মাত্র দুটি অপশন রাখতে পারবেন। এছাড়াও আপনি ব্যবহার করতে পারেন বিভিন্ন ছবি অথবা জিআইএফ।

(ঢাকাটাইমস/৭নভেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :