মানিকগঞ্জে শাশুড়ি খুনে জামাইসহ তিনজনের যাবজ্জীবন

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ নভেম্বর ২০১৭, ১৬:৫৭

মানিকগঞ্জের ঘিওর উপজেলার হিজুলিয়া গ্রামে পুলিশ কর্মকর্তার মা হত্যায় জামাইসহ তিনজনের যাবজ্জীবন দিয়েছেন আদালত। এছাড়া তাদের বিশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলায় অপর এক আসামিকে খালাস দেয়া হয়েছে।

মঙ্গলবার মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান দুই আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন নিহতের মেয়ের জামাই আবু সাইদ এবং তার দুই বন্ধু আব্দুল আল মামুন ও উজ্জ্বল।

মামলার বিবরণে জানা গেছে, নিহতের ছোট মেয়ের স্বামী আবু সাইদ তার শাশুড়ি তাজাল্লিয়া বেগমকে জমি লিখে দেয়ার জন্য দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিলেন। কিন্তু তাজাল্লিয়া বেগম জমি লিখে না দেয়ায় ২০১৩ সালের ২৫ জুলাই রাতে আসামি এবং তার দুই বন্ধু আব্দুল আল মানুষ ও উজ্জ্বলকে নিয়ে তার শাশুড়িকে হত্যা করেন। পরে ঘটনাটি ডাকাতি বলে প্রচার করেন।

কিন্তু নিহতের ছেলের পুলিশ পরিদর্শক এটি এম মনিরুজ্জামানের সন্দেহ হয়। ঘটনার পরদিন নিহতের মেজ মেয়ের স্বামী আব্দুল আওয়াল বাদী করে একটি মামলা করেন।

২০১৪ সালের ২৪ এপ্রিল পুলিশ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৮ সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর আদালত আজ এই রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আব্দুস সালাম পিপি। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. দেলোয়ার হোসেন।

ঢাকাটাইমস/৭নভেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :