নবীজিকে চিঠি লিখে পুরস্কার জেতার সুযোগ

প্রকাশ | ০৮ নভেম্বর ২০১৭, ১৪:১৬

ঢাকাটাইমস ডেস্ক

অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম নবীজিকে চিঠি লেখার প্রতিযোগিতার আয়োজন করেছে। পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষ্যে সমাজে সিরাতুন্নবী সা. এর চর্চার লক্ষে এ উদ্যোগ নিয়েছে পোর্টালটি।

বাস্তবে নবীজি সা.-কে চিঠি লেখার সুযোগ হলে কী বলতেন সাধারণ মানুষ সে কথাগুলোই লেখতে হবে চিঠির ভেতর। অনুর্ধ ২২ বছর বয়সী স্কুল-মাদ্রাসার যেকোনো শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

এই আয়োজনের অংশীদার হয়েছে শাহীন শিক্ষা পরিবার, রকমারি ডটকম, মাকতাবাতুল ইসলাম ও মাদানী কুতুবখানা। এছাড়াও এ আয়োজনের অন্যতম সঙ্গী মাদরাসাতুল হিকমা।

শিশু-কিশোরদের মাঝে মহানবী সা. এর প্রেম ভালোবাসা জাগিয়ে তোলা, রাসুলে আরাবি সা.  এর চিন্তা চেতনা এবং মানবিক আদর্শ ছড়িয়ে দেয়ার জন্যই আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের আয়োজন ‘নবীজিকে চিঠি লিখে জিতে নাও পুরস্কার’।

নির্বাচিত পত্রমালা প্রকাশিত হবে গণমাধ্যমে। এছাড়াও নির্বাচিত চিঠি নিয়ে ছাপা হবে একটি বই।

প্রতিযোগিতা চলবে পুরো নভেম্বর। অনুর্ধ্ব পাঁচশ শব্দে লিখে পাঠাতে হবে চিঠি।

১ম, ২য় ও ৩য় বিজয়ীর জন্য রয়েছে ঢাকায় অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ সম্মাননা, সনদ ও পুরস্কার। আরও ২৭ জনের জন্যও থাকবে মর্যাদাশীল পুরস্কার।

চিঠিতে নাম, পিতার নাম, ঠিকানা, শ্রেণি ও স্কুল/মাদ্রাসা, অভিভাবকের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

চিঠি পাঠানোর ঠিকানা: ১২২/১ উত্তর মুগদা, (বাশার টাওয়ারের পেছনে) ঢাকা ১২১৩।

ইমেল: [email protected]; ফোন: ০১৭১৯ ০২ ৬৯ ৮০, ০১৯১৭-৩৭ ৫২ ৯৯। -বিজ্ঞপ্তি

(ঢাকাটাইমস/০৮নভেম্বর/জেবি)