নারায়ণগঞ্জে ২৩ করদাতা পেলেন সম্মাননা

প্রকাশ | ০৮ নভেম্বর ২০১৭, ১৫:১৯

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলায় সর্বোচ্চ ও দীর্ঘ সময়ে আয়কর প্রদান করে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় জন্য ২৩ জন করদাতাকে সম্মাননা ও সনদপত্র প্রদান করেছে নারায়ণগঞ্জ কর অঞ্চল।

এদের মধ্যে মধ্যে দুইটি পরিবার হয়েছে ‘কর বাহাদুর পরিবার’।  নারায়ণগঞ্জ জেলা থেকে ‘কর বাহাদুর পরিবার’ হয়েছেন জসিমউদ্দীন মাসুম ও তার পরিবার এবং মুন্সীগঞ্জ জেলা থেকে ‘কর বাহাদুর পরিবার’ হয়েছেন মজিবুর রহমান ও তার পরিবার। এদের মধ্যে রয়েছেন সর্বোচ্চ আয়কর দাতা নয়জন, সর্বোচ্চ আয়কর দাতা নারী তিনজন, তরুণ করদাতা তিনজন ও দীর্ঘ সময় করদাতা ছয়জন।

বুধবার বেলা সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ ক্লাবে কনভেনশন হলে ২০১৬-১৭ করবর্ষে এসব আয়কর দাতাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিভাগীয় কমিশনার এম বজলুল করিম চৌধুরী।

সম্মাননা প্রধান অনুষ্ঠানে এম বজলুল করিম চৌধুরী বলেন, ‘দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আরও বেশি আয়কর দেয়া সবার নৈতিক দায়িত্ব। দেশকে এগিয়ে আরও এগিয়ে নিতে চাইলে ও সম্মানজনক জায়গায় দেখতে চাইলে নিয়মিত সবাই আয়কর পরিশোধ করুন।’

আয়কর বিভাগ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, ‘বন্ধুত্বপূর্ণ পরিবেশে আয়কর দিতে চায় অনেকেই। কিন্তু পরিবেশের অভাবে অনেকে দিতে চায় না। এসব জায়গায় আরও কাজ করতে হবে। আয়কর প্রদানে সবাইকে আগ্রহী করে তুলতে হবে।’

নারীদের আয়কর পরিশোধের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নারীরা পিছিয়ে থাকলে কোনো দেশ এগিয়ে যেতে পারে না। আমাদের দেশের নারী সমাজ এখন অনেক এগিয়ে গেছে। নারীদের আরও এগিয়ে আসতে হবে। তবেই আমাদের দেশ এগিয়ে যাবে। নারীরাও আয়কর পরিশোধ করবেন।’

তরুণদের উদ্দেশ্যে বলেন, ‘তরুণদের মধ্যে আয়কর প্রদানে আগ্রহ বেশি। তারাই পারবে দেশকে এগিয়ে নিতে। তাই আমরা যারা কর দিচ্ছি তারা অন্যদের উৎসাহী করবো। দেশের সফলতার জন্য সবার প্রচেষ্টার প্রয়োজন আছে।’ 

নারায়ণগঞ্জ কর অঞ্চল কর কমিশনার মো. রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা (দক্ষিণ) এর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটর কমিশনার কাজী মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্ব মিয়া ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি খালেদ হায়দার খান কাজল প্রমুখ।

(ঢাকাটাইমস/০৮নভেম্বর/প্রতিনিধি/জেবি)