বানসালির বাড়ির মেয়েরা বেশ্যা: বিজেপি সাংসদ

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ নভেম্বর ২০১৭, ১৫:৩৫

‘পদ্মাবতী’র কপালে আশঙ্কার মেঘ ক্রমেই ঘণীভূত হচ্ছে। সঞ্জয় লীলা বানসালির এই ছবিতে ইতিহাসকে বিকৃত করা হয়েছে। এমন অভিযোগ বিভিন্ন মহলের। এবার সেই অভিযোগেই বানসালিকে ব্যক্তিগত আক্রমন করলেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাংসদ চিন্তামণি মালভিয়া।

সাংসদ তার ফেসবুক পেজে লিখেছেন, ‘বানসালির মতো লোকেরা অন্য কোনো ভাষা বোঝেন না। তাঁর মতো মানুষ শুধু জুতোর ভাষা বোঝেন। এই দেশ রানী পদ্মাবতীর অপমান কোনো ভাবেই মেনে নেবে না। আমরা ইতিহাসের কোনো প্রকার বিকৃতিই সহ্য করবো না।’

শুধু বানসালির সমালোচনা করেই থেমে থাকেননি বিজেপি সাংসদ। তিনি বানসালির পরিবারের প্রতিও তোপ দেঁগে লিখেছেন, ‘যে নির্মাতার বাড়ির মহিলারা বেশ্যাদের মতো প্রতিদিন স্বামী বদল করেন, তাঁরা কীভাবে জৌহর ব্রতের কথা বুঝবেন? বাকস্বাধীনতার নামে বানসালি যে বিকৃত মানসিকতার পরিচয় দিচ্ছেন, তা কোনো ভাবেই সহ্য করা হবে না।’

কেন এত তীব্র ভাষায় তিনি আক্রমন করলেন, এমন প্রশ্নের জবাবে বিজেপির ওই সাংসদ বলেন, ‘যদি ফিল্ম ইন্ডাস্ট্রি নিজেদের সীমা অতিক্রম করে, তাহলে এটা আশা করা উচিত নয় যে, নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদের সীমার মধ্যে থাকবেন।’

তিনি মানুষকে এই ছবি বয়কট করার যে আবেদন জানিয়েছেন তার স্বপক্ষে যুক্তি দেখিয়ে চিন্তামণি বলেন, ‘সবাই জানেন যে এই ছবি পদ্মাবতীর জীবন নিয়ে নির্মিত। নির্মাতা এই ছবিকে অনেক বেশি কল্পনামিশ্রিত করে ফেলেছেন। শুধু তাই নয়, দেশের স্বর্ণময় ইতিহাসকে বিকৃত করে বানসালি জৌহর প্রথাটাকে অপমান করেছেন।’

ঢাকাটাইমস/৮নভেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস ঘোষণা

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

এফডিসিতে সাংবাদিকদের মারধর: লজ্জিত রিয়াজ, জানিয়েছেন নিন্দা

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এফডিসির সামনে মানববন্ধন

ভারতে ‘পদ্মশ্রী’ পেলেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা

শিশুশিল্পী উধাও, পুরস্কারের জন্য খুঁজছেন পরিচালক নূরুজ্জামান

সাংবাদিকদের মারধর: শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নির্বাচিত হয়েই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে হুঁশিয়ারি দিলেন ডিপজল

‘আম্মাজান’ সুপারহিট হওয়ার পরও কেন সিনেমা ছাড়লেন শবনম?

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ করে যা বললেন মিশা-ডিপজল

এই বিভাগের সব খবর

শিরোনাম :