চালককে পুলিশের মারধরের প্রতিবাদে গাইবান্ধায় সড়ক অবরোধ

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ নভেম্বর ২০১৭, ১৫:৪০

গাইবান্ধায় জেলা সদরে মামুন মিয়া নামে এক বাস শ্রমিককে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা।

জানা গেছে, বুধবার বেলা ১২টার দিকে রংপুর থেকে আসিফ পরিবহনের একটি বাস গাইবান্ধায় আসছিল। এ সময় ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মিজান মোটরসাইকেল নিয়ে একইদিকে আসছিলেন। মোটরসাইকেলটিকে সাইড না দিয়ে বাসটি গাইবান্ধা টার্মিনালে পৌঁছলে মোটরসাইকেলে থাকা পুলিশের এসআই টার্মিনালে এসে বাসচালককে মারধর করেন।

বাসচালক মামুন মিয়া জানান, এসআই মিজান অহেতুক ক্ষুব্ধ হয়ে টার্মিনালে এসে তাকে বেধড়ক পেটায়। এ ঘটনায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠে। ক্ষুব্ধ শ্রমিকরা প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে ওই পুলিশের শাস্তির দাবিতে বিক্ষোভ করে। এর ফলে কিছু সময়ের জন্য গাড়ি চলাচল বন্ধ থাকে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. শাহরিয়ার ঢাকাটাইমসকে বলেন, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ এ ঘটনায় এসআই মিজানকে প্রত্যাহার করে নিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

ঢাকাটাইমস/৮নভেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :