নাটোরে নির্যাতিত মৎসজীবীদের মানববন্ধন

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ নভেম্বর ২০১৭, ১৮:২৮

একচেটিয়া জলমহাল ভোগদখল ও প্রকৃত মৎসজীবীদের বঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাঁকড়া মৎসজীবী ও সাধারণ জনগণ।

বুধবার নাটোর প্রেসক্লাবের সামনে অর্ধশতাধিক মৎসজীবী এ মানববন্ধনে অংশ নেন।

এসময় মৎসজীবীরা অভিযোগ করেন, দীর্ঘ ১০ বছর ধরে ধারাবারিষা ইউনিয়নের সোনাবাজু গ্রামের হানিফ আলী ও মাজেম আলী তাদের অনুসারীসহ একচেটিয়াভাবে আনুমানিক ৫ বিঘা জলমহালটি দখল করে আসছিল। প্রকৃত মৎস্যজীবীরা বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানালে গত ৫ নভেম্বর বিষয়টির সত্যতা যাচাই করতে আসে কর্তৃপক্ষটি। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে হানিফ আলী ও মাজেম আলী একই এলাকার ইব্রাহীম সরকারের গর্ভবতী স্ত্রী শাকিলার উপর আক্রমণ করে গুরুতর আহত করে ও বেশ কয়েকজন নারীকে লাঞ্ছিত করে।

মৎসজীবীদের অভিযোগ, হামলার ঘটনায় জড়িতরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ও হুমকি দিচ্ছে।

হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে মৎসজীবীরা সরকারি জলমহাল প্রকৃত মৎসজীবীদের হাতে তুলে দেয়ার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য দেন- ধারাবারিষা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সম্পাদক মাহি মর্জিনা ও নারী উন্নয়ন সমাজতান্ত্রিক ফ্রন্টের নেত্রী শিউলী গোমেজ প্রমুখ।

(ঢাকাটাইমস/৮নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :