পারিবারিক কলহে বিষপান: মেয়ের মৃত্যু, মায়ের অবস্থা আশঙ্কাজনক

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ নভেম্বর ২০১৭, ১৮:৪০

জামালপুরের ইসলামপুর উপজেলার হরিণদা গ্রামে পারিবারিক কলহের কারণে পাঁচ বছরের শিশু কন্যা এবং নিজে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন অভিরন বেগম নামে এক গৃহবধূ। বিষক্রিয়ায় শিশু মরিয়ম বেগম মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর আশঙ্কাজনক অবস্থায় মা অভিরনকে রাতেই জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান খান জানান, উপজেলার হরিণদা গ্রামের মবেদ আলী ও তার স্ত্রী অভিরন বেগমের সাথে অনেক দিন যাবৎ পারিবারিক কলহ চলে আসছে। এই কলহের জের ধরেই মঙ্গলবার রাতে অভিরন বেগম তার ৫ বছরের শিশু কন্যা মরিয়ম বেগমকে বিষ খাইয়ে নিজেও বিষ পান করেন। বাড়ির লোকজন তাদের উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মরিয়ম মারা যায়। মা অভিরনের অবস্থার অবনতি হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গৃহবধূ অভিরন এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনায় এখন পর্যন্ত পুলিশের কাছে কোন অভিযোগ করা হয়নি বলে জানিয়েছেন ইসলমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান খান।

তিনি বলেন, মেয়ে হত্যা ও মার আত্মহত্যার কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/৮নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :