গ্রাহকদের হাতে হুয়াওয়ের চার ক্যামেরার ফোন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ নভেম্বর ২০১৭, ১৮:৫২

প্রি-বুকিং দিয়ে গ্রাহকরা হাতে পেলেন হুয়াওয়ের চার ক্যামেরার ফোন নোভা টু আই। আজ রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে প্রি-বুক করা গ্রাহকদের হাতে ফোনটি তুলে দেয় হুয়াওয়ে কনজুমার বিজনেস গ্রুপ।

এসময় উপস্থিত ছিলেন হুয়াওয়ে টেকনোলজিস(বাংলাদেশ) লিমিটেডের ডিভাইস বিজনেস ডিপার্টমেন্টের কান্ট্রি ডিরেক্টর অ্যারন।

ফোনটি কেনার জন্য ২৬ অক্টোবর থেকে প্রি-অর্ডার নেয়া শুরু হয়। সাত দিনে বিপুল সংখ্যক ক্রেতা এটি কেনার ফরমায়েশ দিয়েছিলেন।

চীনের বাজারে এই ফোনটির নাম মেইম্যাং সিক্স। অন্যদিকে মালয়েশিয়াতে এই ফোনটিই হুয়াওয়ে নোভা টু নামে ব্র্যান্ডিং হচ্ছে। কোন কোনো দেশে ফোনটির নাম মেট ১০ লাইট।

এটি হুয়াওয়ের প্রথম ফোন যেটাতে বেজেললেস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে আছে ৫.৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x২১৬০ পিক্সেল। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯।

ফোনটিতে আছে ২.৩৬ গিগাহার্জের হুয়াওয়ের হাইসিলিকন কিরিন ৬৫৯ প্রসেসর। এতে ৪ জিবি র্যাম আছে। ফোনটিতে ৬৪ জিবি বিল্টইন মেমোরি আছে। যা বাড়িয়ে নেয়া যাবে। এতে মালি টি৮৩০-এমপি২ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট রয়েছে।

ব্যাকআপের জন্য ফোনটিতে ৩৩৪০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি আছে। এটি অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত।

ফোনটির রিয়ার ও ফ্রন্টে দুইটি করে ক্যামেরা আছে।

(ঢাকাটাইমস/৮নভেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :