ফরিদপুরে সততা শিক্ষা বিষয়ে শিক্ষক কর্মশালা

বিশেষ প্রতিনিধি (এই সময়), ফরিদপুর
 | প্রকাশিত : ০৮ নভেম্বর ২০১৭, ১৯:১০

ফরিদপুরে সদর উপজেলার সকল সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মূল্যবোধ ও সততা শিক্ষা বিষয়ে শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার দিনব্যাপী শহরের শিশু একাডেমির সম্মেলন কক্ষে এ কর্মশালা হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তাই জাতি গড়ার কারিগরদের ব্যতীত সুশিক্ষিত সমাজ গড়ে তোলা সম্ভব নয়। শিক্ষকদের মূল্যবোধ ও সততা শিক্ষাদানের মাধ্যমে শিশুকে সু-শিক্ষায় শিক্ষিত করার প্রতি অধিক যত্নবান হওয়া উচিত।

জেলা প্রশাসক বলেন, মূল্যবোধ ও সততা শিক্ষা ছাড়া সুশিক্ষিত সমাজ গড়ে তোলা সম্ভব হবে না। দেশের শিক্ষার উন্নতির জায়গা হচ্ছে প্রাথমিক শিক্ষা। এই স্তরে শিক্ষার মান বাড়ানোর পাশাপাশি মূল্যবোধ ও সততা শিক্ষায় সর্বাধিক গুরুত্ব দেয়া প্রয়োজন। তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটুকু সহযোগিতা করা প্রয়োজন- তা আমি করে যাব।

তিনি বলেন, আপনারা শিশুদের ভাল নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমাদের সন্তানের নৈতিকতা গড়ে তোলার জন্য তাদের সাথে ভালো আচরণ করা উচিত। ওদের শুভবুদ্ধি সম্পন্ন বিবেকবান ভালোমানুষ হিসেবে তৈরি করে তুলতে হবে।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামছুল হকের সভাপতিত্বে কর্মশালায় ফরিদপুরের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুভাংশু সোম মহান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিবপদ দে বক্তব্য দেন।

সদর উপজেলার ১৫২ জন প্রধান শিক্ষক দিনব্যাপী এ কর্মশালায় অংশ নেন।

(ঢাকাটাইমস/৮নভেম্বর/এসবি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :