বাবুই শিশুসাহিত্য পাণ্ডুলিপি পুরস্কার পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ নভেম্বর ২০১৭, ১৯:১২

শিশুকিশোরদের স্বপ্নের প্রকাশনা বাবুই-এর আয়োজনে শিশুসাহিত্য পাণ্ডুলিপি পুরস্কার ২০১৭ ঘোষণা করা হয়েছে। প্রথমবারের মতো বিভিন্ন শাখায় এ পুরস্কার দেয়া হবে।

এ বছর পুরস্কার পেয়েছেন মুক্তিযুদ্ধের কিশোর উপন্যাস শাখায় আবুল কালাম আজাদ, কিশোর উপন্যাসে শামস সাইদ, গল্প শাখায় স্নিগ্ধা আফসানা রোশনী, ছড়া শাখায় আহমাদ স্বাধীন এবং প্রবন্ধ/জীবনী শাখায় সৈয়দা আঁখি হক।

বাবুই-এর স্বত্বাধিকারী কাদের বাবু বলেন, শিশুকিশোর উপযোগী মৌলিক সাহিত্যকর্ম তুলে আনার জন্য আমাদের এ আয়োজন ছিল। অনেক ভালো পাণ্ডুলিপি জমা পড়েছিল এ প্রতিযোগিতায়। দেশের খ্যাতিমান সাহিত্যিকরা বিচারকের দায়িত্ব পালন করেছেন। শিশুকিশোর উপযোগী পাঁচটি বিভাগে মৌলিক লেখার জন্য এ পুরস্কার দেয়ার ঘোষণার পর পাণ্ডুলিপি জমা পড়ে ২৮৯টি। কয়েক ধাপে বাছাই শেষে মোট পাঁচটি পাণ্ডুলিপি নির্বাচন করা হয়েছে।

কাদের বাবু জানান, এ পাণ্ডুলিপিগুলো বই আকারে প্রকাশ করা হবে ২০১৮ বইমেলায়। বই প্রকাশের পর এক অনুষ্ঠানের মাধ্যমে লেখকদের ক্রেস্ট, সম্মাননাপত্র ও লেখক সম্মানী বুঝিয়ে দেয়া হবে।

(ঢাকাটাইমস/৮নভেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :