আয়করের দৃশ্যমান বাস্তবতা দেখতে চান ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ২১:১৯ | প্রকাশিত : ০৮ নভেম্বর ২০১৭, ১৯:১৮

করদাতাদের অর্থ যে কাজে ব্যবহার হচ্ছে এর দৃশ্যমান বাস্তবতা তারা দেখতে চায় বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন।

বুধবার বিকালে রাজধানীর শেরে-ই-বাংলানগর এনবিআরের নতুন ভবনে ‘কর বাহাদুর পরিবার ও সেরা করদাতা সম্মাননা’ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

সফিউল ইসলাম বলেন, ‘করদাতারা বিশেষ করে বিদ্যুৎ, গ্যাস ও অবকাঠামোর উন্নয়ন দেখতে চায়। যেমন পদ্মা সেতু এখন দৃশ্যমান হয়েছে। অন্যান্য খাতগুলোও যেন এভাবে দেখা যায়, সেই প্রত্যাশা থাকে তাদের।’

এফবিসিসিআই সভাপতি বলেন, ‘করদাতারা কর দিয়ে তখনই আনন্দ পান যখন তারা দেখেন, দেশের অবকাঠামোর উন্নয়ন হচ্ছে, চারদিকে আলো জ্বলছে, ব্রিজ তৈরি হচ্ছে, রাস্তা ও রেলের উন্নয়ন হচ্ছে।’

তবে দেশের যেসব উন্নয়ন কাজ চলমান রয়েছে সেসব সম্পন্ন করতে অবশ্যই অর্থের যোগান দরকার। আর এই অর্থ এসব আয়কর থেকেই আসে বলে জানান তিনি।

কর দেয়া এখন সংস্কৃতিতে রূপান্তর হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘মেলায় অভাবনীয় সাফল্য দেখা গেছে। নতুন করদাতা অনুসন্ধান ও তাদের করদানে উদ্বুদ্ধ করতে সম্মাননা দেয়া হয়েছে। এর ফলে অনেকে স্বপ্রণোদিত হয়ে কর দিতে এসেছে। এই জন্য এনবিআরকে ধন্যবাদ।’

অনুষ্ঠানে এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, ‘দেশে একটি রাজস্ববান্ধব পরিবেশ তৈরি হয়েছে। যা আমাদের অনুপ্রাণিত করছে।’ তিনি বলেন, ‘করদাতাদের সেবা দিতে আমরা বদ্ধপরিকর। এই মেলায় এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা করদাতাদের সেবা দিয়ে তা প্রমাণ করেছে।’

কর দিয়ে জনগণ মেলা থেকে হাসিমুখে ফিরে গেছেন মন্তব্য করে তিনি বলেন, ‘ঢাকায় আগামী ১২ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর মেলার সুবিধা নিয়ে জনগণ আয়কর পরিশোধ করতে পারবেন। আশা করি এই সময়ে সবাই নিজ উদ্যোগে কর পরিশোধ করবে।’ তিনি বলেন, ‘আমাদের জন্য মূল শিক্ষা হলো আমরা যদি জনগণকে উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতে পারি, ব্যবসা-বাণিজ্যের জন্য উপযুক্ত ক্ষেত্র প্রস্তুত করে দিতে পারি তাহলে তারা রাজস্ব প্রদানে কখনও পিছপা হবেন না।’

এনবিআর চেযারম্যান বলেন, ‘আয়কর আদায়ে আমরা অসম্ভবকে সম্ভব করতে সক্ষম হয়েছি। এই কাজে প্রধানমন্ত্রী এনবিআরকে সার্বক্ষণিক সহায়তা দিচ্ছেন।’

চেয়ারম্যান জানান, এবারের মেলায় সারাদেশে আয়কর আহরণ হয়েছে দুই হাজার ২১৭ কোটি ৩৩ লাখ ১৪ হাজার ২২১ টাকা। গত বছরের চেয়ে এবার আয়কর বেশি আহরণ হয়েছে ৮৭ কোটি ৬৫ লাখ ৩৮ হাজার ৪১০ টাকা্। যা গত বছর ছিল দুই হাজার ১২৩ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার ৮১১ টাকা। অর্থাৎ এ বছর আয়করে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১২ শতাংশ।

এছাড়া এবার আয়কর মেলা থেকে সেবা নিয়েছে ১১ লাখ ৬৯ হাজার ৫৬৯ জন। গত বছর যা ছিল নয় লাখ ২৮ হাজার ৯৭৩ জন।

আর রিটার্ন দাখিল করেছেন তিন লাখ ৩৫ হাজার ৪৮৭ জন। গত বছর এই সংখ্যা ছিল এক লাখ ৯৪ হাজার ৫৯৮ জন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদ সদস্য কাজী রোজী বলেন, দেশ এখন উন্নয়নের মহাসড়কে। আর এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে প্রয়োজন শেখ হাসিনার সরকার। এ সরকার বারে বারে দরকার। করদাতারা এখন স্বতস্ফূর্তভাবে কর দিচ্ছে। এনবিআর রাজস্ববান্ধব পরিবেশ সৃষ্টি করেছে। এটা অব্যাহত থাকুক।

দুপুর বারটায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

(ঢাকাটাইমস/০৮নভেম্বর/জেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

নাটক রূপান্তর: দুঃখ প্রকাশের পর এবার বিজ্ঞাপনী প্রতিষ্ঠানকে আইনি নোটিশ ওয়ালটনের

বিজ্ঞাপনী প্রতিষ্ঠানকে ওয়ালটনের আইনি নোটিশ, চুক্তি বাতিল

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫১তম সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কর্মসংস্থান ব্যাংকের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালকের শ্রদ্ধা

বিসিএসআইআর ও গাজীপুরের লিজেন্ট এগ্রোপ্লাসের মধ্যে চুক্তি 

কর্মসংস্থান ব্যাংকের এমডিকে বিএইচবিএফসি’র সংবর্ধনা 

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের পদোন্নতিপ্রাপ্ত ডিএমডিদের শ্রদ্ধা

উপব্যবস্থাপনা পরিচালক হলেন অগ্রণী ব্যাংকের আবুল বাশার

প্রিমিয়ার ব্যাংক এবং নগদের মধ্যে রেমিট্যান্স বিতরণ বিষয়ক চুক্তি 

লিটারে ১০ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

এই বিভাগের সব খবর

শিরোনাম :