‘নৌ-পথের নাব্য ফেরাতে কাজ করছে সরকার’

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ নভেম্বর ২০১৭, ১৯:৫৫

নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, নৌ-পথের নাব্য ফিরিয়ে এনে জনগণের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। সরকার ২০০৯ সাল থেকে এ পর্যন্ত প্রায় ১ হাজার কিলোমিটার নৌ-পথ রক্ষা করতে সক্ষম হয়েছে। নদীগুলো খনন করার জন্য আমরা দেশে ২০টি ড্রেজার নির্মাণ করেছি এবং প্রায় ৭০টি ড্রেজার ক্রয় করা হয়েছে। বর্তমানে প্রায় ১শ’ ড্রেজার দিয়ে খনন কাজ হচ্ছে।

বুধবার বিকালে জেলার হাজীগঞ্জ ডাকাতিয়া নদীতে ‘চাঁদপুর-ইচলী-হাজীগঞ্জ’ নৌ-পথের ৫০ কিলোমিটার ড্রেজিং কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, গত দুই মাসে আমরা দেশের ৭টি নদীর খনন কাজ শুরু করেছি। হারিয়ে যাওয়া নদীগুলো উদ্ধার করতে আমাদের আরো ১শ’ ড্রেজার প্রয়োজন। নদীগুলো উদ্ধার করার জন্য সরকার আভ্যন্তরীণ নৌ-পথের ৫৩ রুটে ক্যাপিটেল ড্রেজিং শীর্ষক প্রকল্প গ্রহণ করেছে। ইতোমধ্যে প্রথম পর্যায়ের ২৪টির কাজ দৃশ্যমান হয়েছে।

উদ্বোধন উপলক্ষে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে মন্ত্রী এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।

বিআইডাব্লিউটিএর চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

(ঢাকাটাইমস/৮নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :