অস্ট্রেলিয়ার জঙ্গি হামলার তথ্য ভিত্তিহীন: আইজিপি

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ নভেম্বর ২০১৭, ২০:০২

দেশে জঙ্গি হামলার কোনো হুমকি বা আশঙ্কা নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। বাংলাদেশে নতুন করে জঙ্গি হামলার পরিকল্পনার কথা জানিয়ে অস্ট্রেলিয়ার নাগরিকদের সতর্ক করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বুধবার সন্ধ্যায় রাজশাহী মহানগর পুলিশ (আরএমপির) সদরদপ্তরে পুলিশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইজিপি। এ সময় তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, গত ৩ নভেম্বর অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেডের (ডিএফএটি) ওয়েবসাইটে বাংলাদেশে নতুন করে জঙ্গি হামলার যে পরিকল্পনার তথ্য দেয়া হয়েছে তা ভিত্তিহীন।

শহীদুল হক বলেন, অস্ট্রেলিয়ার দূতাবাসে আমরা যোগাযোগ করেছি। এ নিয়ে তারা কোনো তথ্য দিতে পারেনি। তাদের কাছে কোনো গোয়েন্দা তথ্য নেই। ওই দেশের নাগরিকরা নির্বিঘ্নে চলাফেরা করছেন। তারা কীসের ভিত্তিতে এ তথ্য দিয়েছে সেটি আমাদের জানা নেই।

এর আগে আইজিপি শহীদুল হক আরএমপি ও রাজশাহী রেঞ্জ পুলিশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। আরএমপির সম্মেলন কক্ষে এ বৈঠকের আয়োজন করা হয়।

(ঢাকাটাইমস/০৮নভেম্বর/আরআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :