কিশোরগঞ্জে জলাবদ্ধতা নিরসনে মাঠে নেমেছে প্রশাসন

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ নভেম্বর ২০১৭, ২১:০৬

কিশোরগঞ্জ পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণের জলাবদ্ধতা নিরসনে মাঠে নেমেছে সদর উপজেলা প্রশাসন। জলাবদ্ধতাকারীদের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানা গেছে।

জেলার পুরাতন কালেক্টরেট এলাকায় রয়েছে প্রশাসনের গুরুত্বপূর্ণ অনেক অফিস। একটু বৃষ্টি হলেই জমে থাকে হাঁটু জল। বৃষ্টি থেমে গেলেও জলাবদ্ধতা থেকেই যায়। পানি না সরায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয় বলে এলাকাবাসীর অভিযোগ।

বুধবার বিকালে কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাসউদ সরেজমিনে এমন চিত্রই দেখতে পান।

উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাসউদ জানান, জেলা প্রশাসনের নির্দেশক্রমে স্থানীয় জনগণের অভিযোগের প্রেক্ষিতে জনদুর্ভোগ লাঘবে ড্রেনেজ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। কাল থেকে কাজ শুরু হবে।

(ঢাকাটাইমস/৮নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :