নেত্রকোণায় পিকআপচাপায় ব্রহ্মচারী নিহত

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ নভেম্বর ২০১৭, ২২:১৬

নেত্রকোণার বারহাটারায় পিকআপভ্যানের চাপায় ইসকনের এক ব্রহ্মচারী নিহত হয়েছেন। তার নাম খোকন দাস ব্রহ্মচারী (২৬)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক ব্রহ্মচারী।

বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে বারহাট্রা উপজেলা সদরের জেলা পরিষদের ডাকবাংলোর সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত খোকন দাস ব্রহ্মচারী নেত্রকোণা জেলা শহরের সাতাপাইয়ের শ্রী শ্রী জগন্নাথ ভল্লব মন্দিরের (ইসকন) সেবায়েত। তার বাড়ি কক্সবাজারের মহেশখালিতে।

আহত ব্রহ্মচারী হলেন- একই মন্দিরের সেবায়েত চৈতন্য দাস ব্রহ্মচারী (৩৫)।

এই ঘটনায় পিকআপভ্যান ও এর চালক বিধান দেবকে (২৮) আটক করা হয়েছে।

বারহাট্রা থানার পরিদর্শক মেজবাহ উদ্দিন আহমেদ জানান, মোটরসাইকেলে চড়ে বারহাট্রা থেকে ইসকনের দুইজন ব্রহ্মচারী নেত্রকোণা সদরে যাচ্ছিলেন। পথিমধ্যে বারহাট্রা উপজেলা সদরে তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয় প্রাণ কোম্পানির একটি পিকআপভ্যান। এতে দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত পৌনে আটটার দিকে খোকন দাস ব্রহ্মচারী মারা যান। চৈতন্য দাস ব্রহ্মচারীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।

তিনি আরো জানান, খোকন দাসের মরদেহ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে রাখা আছে।প্রাণ কোম্পানির পিকআপভ্যান ও এর চালককে বারহাট্রা থানা হেফাজতে রাখা হয়েছে।

নেত্রকোণা ইসকন মন্দিরের অধ্যক্ষ্ জয়রাম দাস ব্রহ্মচারী তাদের মন্দিরের সেবায়েত নিহতের ঘটনায় শোক জানিয়েছেন।

(ঢাকাটাইমস/০৮নভেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :