আমাদের কর দিয়েই দেশের উন্নয়ন হয়: জাহিদ হাসান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ নভেম্বর ২০১৭, ২২:২৩

‘অনেকে বলে বিদেশ কত উন্নত, কিন্তু তারা কি জানে সেখানকার লোকেরা কত কর দেয়। আত্মীয়–বন্ধুদের কাছে শুনি তারা অনেক কর দেয়। আমাদের কর দিয়েই দেশের ‍উন্নয়ন হয়।’ কথাগুলো বলেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান।

বুধবার অভিনেতা-অভিনেত্রী শ্রেণিতে করদাতার সম্মাননা নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবনে ‘কর বাহাদুর পরিবার ও সেরা করদাতা সম্মাননা’ অনুষ্ঠানটি অয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

গুণী অভিনেতা জাহিদ হাসান বলেন, ‘আমাদের সবাইকে কর দিতে হবে তাহলেই না দেশ উন্নত হবে।’

সম্মাননা পেয়ে কেমন লাগছে জানতে চাইলে জাহিদ হাসান বলেন, ‘যেকোনো সম্মাননাই ভালো লাগার। আমার দায়িত্ব আমি ঠিকমতো পালন করেছি। কর দেওয়া সব নাগরিকের দায়িত্ব, এটা সবার পালন করা উচিত বলে মনে করি। কিন্তু আমদের করদাতার সংখ্যা খুবই কম।’

অভিনেতা-অভিনেত্রী শ্রেণিতে তিনজনকে সম্মাননা দেয় এনবিআর। সেরা করদাতা হয়েছেন মেহের আফরোজ শাওন, দ্বিতীয় শাকিব খান, এরপর জাহিদ হাসান।

(ঢাকাটাইমস/৮নভেম্বর/জেআর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :