মাঠে জায়গা না হওয়ায় কুস্তি খেলা স্থগিত

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ নভেম্বর ২০১৭, ২২:৪২

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের আনোয়ারপুর মাঠে কুস্তি খেলায় লক্ষাধিক দর্শকের স্থান না হওয়ায় স্থগিত করা হয়েছে। বুধবার দুপুরে তাহিরপুর উপজেলাবাসী জেলার ৫টি (তাহিরপুর, জামালগঞ্জ, বিশ্বম্বরপুর, দক্ষিণ সুনামগঞ্জ ও সুনামগঞ্জ সদর) উপজেলার কুস্তিগীরদের নিয়ে খেলার আয়োজন করে।

৫টি উপজেলা থেকে প্রায় ৪০ জন কুস্তিগীর খেলায় অংশ নেবার জন্য উপস্থিত হন। খেলা দেখতে দুপুরে খেলা শুরুর পূর্বেই মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে উঠে বিভিন্ন উপজেলা থেকে আগত হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে। মাঠে খেলা শুরু হলে স্থান দিতে না পারায় ও এই খেলায় মাঠের নিরাপত্তা বেষ্টেনী ও আগত দর্শনার্থীরা শৃংখলা রক্ষা না করে খেলা শুরু হলেই মাঠের ভেতরে প্রবেশ করতে শুরু করে। এভাবে পরিস্থিতি অবনতি হতে থাকে। পরে মাঠের ভিতরে দর্শকরা নিজেরাই ঠেলা-ধাক্কা শুরু করে একে অপরকে এবং মাঠের মূল স্থানে প্রবেশ করলে খেলা পরিচালনা কমিটি খেলা স্থগিত করেন।

তাহিরপুর থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, খেলার মাঠে নিরাপত্তা বেষ্টনি মধ্যে আগত জনগসাধারণ না থাকায় মাঠের পরিবেশ নষ্ট হলে খেলা স্থগিত করা হয়।

তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল জানান, কুস্তি খেলা এই হাওবাসীর আনন্দের একটি অংশ। আনন্দ দেবার জন্যই এই আয়োজন করা হয়েছিল। কুস্তি খেলা দেখতে বিভিন্ন উপজেলা থেকে আগত লক্ষাধিক জনসাধারনের আগমনে মাঠে স্থান না হওয়ায় আমরা খেলা স্থগিত করেছি। তার জন্য আমি উপজেলাবাসীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি।

(ঢাকাটাইমস/৮নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :