মোহাম্মদপুরে এক যুবকের রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ নভেম্বর ২০১৭, ২২:৫৮

রাজধানীর মোহাম্মদপুরে মো. সাব্বির হোসেন (২৪) এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

আজ বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে সন্ধ্যায় তার পরিবারের সদস্যরা এসে তার লাশ শনাক্ত করেন।

তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। পুলিশ তার লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত সাব্বিরের চাচাতো ভাই নজরুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ঘর থেকে বের হয় সাব্বির। রাতে বাসায় না ফেরায় চিন্তায় পড়ে তার পরিবারের সদস্যরা।

পরে একটি মাধ্যমে খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে গিয়ে সাব্বিরের লাশ শনাক্ত করেন নজরুল।

ওই সূত্র সাব্বিরের পরিবারকে জানিয়েছে, হাজারীবাগ এলাকায় কতিপয় যুবক সাব্বিরের দুই বন্ধুকে মারধর করে। তারাই সাব্বিরকে মারতে পারে বলেও অভিযোগ তাদের।

নিহত সাব্বির হোসেন রাজধানীর হাজারীবাগের হাসেমখান রোডের সচিবের গলি ৩/৪/৫ নম্বর বাড়ির গোলাম সারোয়ারের ছেলে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জামাল হোসেন বলেন, বুধবার সকাল নয়টার দিকে রায়েরবাগ বটতলার পুলপাড়ের কাছে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০০ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন উপপরিদর্শক খোরশেদ আলম। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর একটার দিকে তার মৃত্যু হয়। তার তার পেটে ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন পাওয়া গেছে। তবে তার মৃত্যু কারো আঘাতে না সড়ক দুর্ঘটনায় হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে।

(ঢাকাটাইমস/৮নভেম্বর/মোআ)https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

পুরান ঢাকায় বাবার সঙ্গে অভিমান করে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

প্রীতি উরাংয়ের মৃত্যু: বিচার চায় সচেতন নাগরিক সমাজ

তীব্র তাপপ্রবাহে জনসাধারণের মাঝে পানি, খাবার স্যালাইন বিতরণ বিএনপির

মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে: সালাম

ঢাকা মেডিকেলে এক কারাবন্দিকে মৃত ঘোষণা

ভাষানটেকে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫, বাকি একজনও আশঙ্কাজনক

মুগদা-মান্ডা সড়কে অভিযান: ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর ও মারধরের অভিযোগ  

মোহাম্মদপুরে তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ

আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর বেশ কিছু এলাকায়

এই বিভাগের সব খবর

শিরোনাম :