ছিনতাইকারীর ছুরিকাঘাতে কোম্পানির কর্মকর্তা নিহত

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ০৮:৫৭ | প্রকাশিত : ০৯ নভেম্বর ২০১৭, ০৮:৫৫

কুমিল্লা নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আমিনুর রহমান (৪০) নামে বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা নিহত হয়েছেন।

বুধবার বিকালে আহত হওয়ার পর ঢাকা মেডিকেলে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

নিহত আমিনুর মাগুরার শালিখা উপজেলার শতখাটা গ্রামের ওমর আলীর ছেলে। তিনি নেলসন বাংলাদেশ কোম্পানির ফিল্ড কর্মকর্তা হিসেবে কাজ করছিলেন। তার সঙ্গে সুবর্ণা নামে আরও এক কর্মকর্তা ছিলেন। তাদের হাতে থাকা দুটি ট্যাব কেড়ে নেয়ার সময় বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে।

জানা গেছে, ঢাকা থেকে নেলসন বাংলাদেশ কোম্পানির পক্ষ থেকে মা, শিশু ও স্বাস্থ্যের বিষয়ক তথ্য সংগ্রহ করতে পাঁচজনের একটি দল কুমিল্লায় আসে। বুধবার চর্থা এলাকায় তথ্য সংগ্রহের কাজ শেষে কান্দিরপাড় হয়ে হোটেলে ফিরছিলেন তারা। রাণীর দীঘিরপাড় এলাকায় পৌঁছার পর অটোরিকশায় করে আসা কয়েকজন ছিনতাইকারী গতিরোধ করে তাদের কাছে থাকা ট্যাব ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে তারা আমিনুর রহমানকে ছুরিকাঘাত করে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন জানান, এখন পর্যন্ত আমরা লিখিত কোনো অভিযোগ পাইনি। তবে অপরাধীদের গ্রেপ্তার করতে মাঠে আমাদের একাধিক টিম কাজ করছে।

ঢাকাটাইমস/৯নভেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :