ইতা‌লিতে জাতীয় বিপ্লব ও সংহ‌তি দিবস পালন

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ নভেম্বর ২০১৭, ১৭:৫৩

গণতন্ত্রকে গলা‌টি‌পে হত্যা ক‌রে‌ছিল বাকশাল আর গণতন্ত্র পুনরুদ্ধারে মু‌ক্তির নায়ক শহীদ প্রে‌সি‌ডেন্ট জিয়াউর রহমান। জাতীয় বিপ্লব ও সংহ‌তি দিবসের আলোচনায় ইতা‌লি বিএন‌পির নির্বা‌চিত সভাপ‌তি শাহ তাইফুর রহমান ছোটন এ কথা বলেন।

তি‌নি সভার সভাপ‌তির বক্ত‌ব্যে আরও বলেন, শহীদ জিয়া শুধু বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তাই নন, একই সা‌থে বাকশাল বিলুপ্ত ক‌রে আওয়ামী লী‌গকেও পুনঃজন্ম দি‌য়ে‌ছেন।

ইতা‌লিস্থ জাতীয়তাবাদী দল, কেন্দ্রীয় কমি‌টির আয়োজ‌নে সাধারণ সম্পাদক খন্দকার না‌সির উদ্দি‌নের প‌রিচালনা সভায় বক্তারা ব‌লেন, ৭ ন‌ভেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসীদের, কোন বাঙালি জাতীয়তাবা‌দের নয়। যারা বিএন‌পির মু‌খোশ প‌ড়ে তা‌বেদারি রাজনীতি ক‌রে দ‌লের ক্ষ‌তি ক‌রে যা‌চ্ছে, তা‌দের জন্য জাতীয় বিপ্লব ও সংহ‌তি দিবস করার অ‌ধিকার নেই।

মঙ্গলবার বাংলা‌দেশ জাতীয়তাবাদী দল, ইতালি কেন্দ্রীয় ক‌মি‌টির আয়োজ‌নে জাতীয় বিপ্লব ও সংহ‌তি দিবস উপলক্ষে রো‌মের স্থানীয় এক‌টি হ‌লে আলোচনা সভায় উপ‌স্থিত ছি‌লেন দ‌লের সি‌নি‌য়র সহ-সভাপ‌তি জিয়াউল হক জিয়া, সহ-সভাপ‌তি মো. নিজাম উদ্দিন, নূরুল আবছার, লায়লা শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ম‌শিউর রহমান, সাংগঠ‌নিক সম্পাদক এম শাহজাহান ভূইয়া, রহুল আমিন রাহুল, রাজু মু‌ন্সি, এম‌ডি শাকিল খান (‌গেন্দু), স্বেচ্ছা‌সেবক সম্পাদক মাইনু‌দ্দিন হাসান, সহ-প্রচার সম্পাদক নিরব খান, খান র‌বিন, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল আলিম, আহ‌ম্মেদ জালাল, খোর‌শেদ আলম, সায়মা রহমান র‌হিম মোল্লা প্রমুখ।

(ঢাকাটাইমস/৯নভেম্বর/সিকে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :