জামালপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ নভেম্বর ২০১৭, ১৭:৫৯

জামালপুর শহরের তমালতলায় মুসলিমা বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে শশুরবাড়ি থেকে মুসলিমার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মুসলিমার শহরের বস্ত্র ব্যবসায়ী নজরুলের স্ত্রী।

তার বাবার বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী থানার রতনগঞ্জ গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত গৃহবধূ মুসলিমার সাথে স্বামী নজরুল ইসলামের বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে অশান্তি বিরাজ করে আসছে। মাদকাসক্ত নজরুল প্রায়ই স্ত্রী মুসলিমাকে মারধোর করতো। বুধবার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে মধ্যে ঝগড়া-বিবাদ হয়। রাতের ঘুমানোর পর বৃহস্পতিবার ভোরে গালায় ফাঁস দেয়া অবস্থায় গৃহবধূ মুসলিমা লাশ উদ্ধার করে পুলিশ। সদর থানার এসআই আসাদুজ্জামানের জানান, শহরের তমালতলায় ব্যবসায়ী নজরুলের স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের খবরের ভিত্তিতে নজরুল ইসলামের ঘর থেকে গৃহবধূ মোসলিমার ঝুলন্ত লাশ উদ্ধার করে। পুলিশ লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নজরুলের পরিবার মুসলিমার মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করলেও গৃহবধূর এই মৃত্যু রহস্যজনক বলে মনে করছে প্রতিবেশীরা।

তবে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিমুল ইসলাম জানিয়েছেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ চিহ্নিত করতে পুলিশি তদন্ত হচ্ছে।

(ঢাকাটাইমস/০৯নভেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :