নিজ ঘরে পরবাসী

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ১০:৫৪ | প্রকাশিত : ১০ নভেম্বর ২০১৭, ১০:৪৬

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামে প্রভাবশালী কর্তৃক একটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে।

জানা যায়, লাঙ্গলমোড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ফরিদুল ইসলাম বিশ বছর ধরে আট শতক জমির ওপর বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। ওই বসতভিটা দখলে নেয়ার জন্য প্রভাবশালী মওলা বক্সসহ অন্যান্যরা ফরিদুল ইসলামকে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য বিভিন্নভাবে পায়তাঁরা করতে থাকে।

এ পরিস্থিতিতে গত বুধবার সকালে ওই বাড়ির সামনে বাঁশের বেড়া, কাঁটা দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে পরিবারটিকে অবরুদ্ধ করে রাখা হয়। এ ব্যাপারে স্থানীয় গ্রামবাসীর কাছে ধর্না দিয়েও কোনো কাজ হয়নি বলে পরিবারটি জানায়।

ফরিদুল ইসলাম জানান, বাড়ি থেকে বের হতে না পারায় তার দুই মাস বয়সী অসুস্থ শিশু মাসুমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারছেন না। তিনি আরও জানায়, ‘আমাকে জীবননাশের হুমকি দেয়াসহ বাড়িঘর উচ্ছেদের হুমকি দেয়া হচ্ছে। সাংবাদিকদের সহায়তায় কোনোমতে বাড়ি থেকে বের হয়ে ইউএনও’র কাছে অভিযোগ করেছি।’

তার সপ্তম শ্রেণিতে পড়–য়া মেয়ে সেলিনা খাতুন জানান, ‘স্কুলে যাওয়ার চেষ্টা করলে প্রতিপক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে মারতে আসে। যে কারণে আমার লেখাপড়া বন্ধ হয়ে গেছে।’

ফরিদুলের বাবা জানান, ‘বাজারে যেতে পারছিনা। ঘরে চাল ডাল নেই। বাজারে যেতে দিচ্ছে না। এমন অবস্থায় বিপদে আছি।’

তবে বাড়িটি নিজের বলে দাবি করেছেন অভিযুক্ত মওলা বক্স। তিনি জানান, ‘এটি আমার নিজের জায়গা। তাই এখানে আমি বেড়াও দিতে পারি, পুকুরও খনন করতে পারি। এতে কারো কিছু করা নেই।’

জানতে চাইলে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইকবাল আক্তার বলেন, একটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ঢাকাটাইমস/১০নভেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :