ফরিদপুরে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু

বিশেষ প্রতিনিধি
(এই সময়)
ফরিদপুর
 | প্রকাশিত : ১০ নভেম্বর ২০১৭, ২০:০৫

ফরিদপুরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু হয়েছে। শুক্রবার বিকালে শহরের বক্ষ্মসমাজ সড়কে মেলার উদ্বোধন করেন ঢাকা বিভাগের বিসিকের পরিচালক (উন্নয়ন ও সম্প্রসারণ) জীবন কুমার চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. আবু নঈম মোহাম্মদ আবদুছ ছবুরের সভাপতিত্বে বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরাদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম মোস্তাফা, বিসিক ফরিদপুরের আঞ্চলিক পরিচালক আহসান হাকিম, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার নজরুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- বিসিক ফরিদপুরের উপ-মহাব্যবস্থাপক সুভাষ কুমার বিশ্বাস।

মাসব্যাপী এই মেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ১শ স্টল রয়েছে।

(ঢাকাটাইমস/১০নভেম্বর/এসবি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :