মহামানবদের সঙ্গে খালেদার নিজের তুলনা অসভ্যতা: খালিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ নভেম্বর ২০১৭, ২০:৩৪

মামলার প্রসঙ্গ টেনে মহামানবদের সঙ্গে খালেদা জিয়ার নিজের তুলনা করাকে অসভ্যতার শামিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা ও বঙ্গবন্ধুর মতো মহামানবদের সঙ্গে নৈরাজ্য, আগুন সন্ত্রাস ও জঙ্গিবাদের জননী খালেদা জিয়া নিজের তুলনা করেছেন। যা চরম অসভ্যতা। মহামানবদের খাটো করার এ হীন চেষ্টায় গোটা বিশ্ববাসী লজ্জিত হয়েছে।

শুক্রবার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালিদ বলেন, ‘আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা ও নৈরাজ্য সৃষ্টির জবাব না দিয়ে খালেদা জিয়াকে এক ইঞ্চি জায়গাও পার হতে দেয়া হবে না।’ তিনি বলেন, ‘সেই ২০০১ সাল থেকে এখন পর্যন্ত খালেদা জিয়া এ দেশকে রক্তাক্ত করার চেষ্টা করে যাচ্ছেন। সমগ্র পৃথিবী যখন অশান্ত তখন বাংলাদেশে শান্তি স্থাপন করে দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘খালেদা জিয়া শুরুতে সব মানি না বলেন, আবার পরে মানতে বাধ্য হন। শুরুতে এ সরকারকে তিনি অবৈধ বলেছেন; এখন এ সরকারের সঙ্গে সংলাপ করতে চান। শুরুতে সংবিধান মানতে চাননি; এখন সংবিধান সংবিধান করে বেড়ান ‘

খালিদ বলেন, ‘বাংলাদেশে শেখ হাসিনার সরকার আইনের শাসন নিশ্চিত করেছেন। সংবিধানকে সমুন্নত রেখেছেন।’

সভায় আরও বক্তব্য দেন মনোরঞ্জন শীল গোপাল এমপি, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাকারিয়া জাকা, কৃষক লীগ নেতা শিবলী সাদিক প্রমুখ।

(ঢাকাটাইমস/১০নভেম্বর/টিএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতা হাবিব কারাগারে

উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ‘ভাঁওতাবাজি': আমীর খসরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :