১০ দিন ধরে খোলা বাজারের চাল কিনতে পারছেন হাওরবাসী

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ নভেম্বর ২০১৭, ২১:৩৯
ফাইল ছবি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা খাদ্য গুদামে চাল সরবরাহ না থাকায় ১০ দিন ধরে খোলা বাজার থেকে চাল কিনতে পারছেন না হাওরবাসী।

উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৭টি ইউনিয়ন ও উপজেলা সদরে একজনসহ মোট ৮জন ডিলার উপজেলার ৮টি পয়েন্ট থেকে খোলা বাজারে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি করে আসছেন। খোলা বাজারে চাল বিক্রির সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও ২ নভেম্বর বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত টানা ১০ দিন খোলা বাজারে চাল বিক্রি বন্ধ রয়েছে। হাওরপাড়ের ফসলহারা কৃষকরা প্রতিদিনই সকালে খোলা বাজারে চাল বিক্রির পয়েন্টগুলোতে দাঁড়িয়ে ঘন্টাখানেক অপেক্ষা করার পর তারা চাল না নিয়েই বাড়িতে ফিরে যাচ্ছেন।

এ ব্যাপারে তাহিরপুর উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা গোলাম আউলিয়া বলেন, রবিবার থেকে তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়ন ও উপজেলা সদরসহ ৮টি পয়েন্টে খোলা বাজারে চাল বিক্রি করা হবে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আনোয়ারুল হক বলেন, খোলাবাজারে চাল বিক্রির সরকারি নির্দেশ চলমান রয়েছে। সম্প্রতি ভিজিএফের চাল প্রদান করা হয়েছে। খাদ্য গুদামে পরিমিত মজুদ না থাকায় খোলা বাজারে ডিলারদের নিকট চাল সরবরাহ করা যাচ্ছে না।

(ঢাকাটাইমস/১০নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :