শামীম ওসমানের মঞ্চে বিএনপির থানা আহ্বায়ক, নানা গুঞ্জন

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ নভেম্বর ২০১৭, ২১:৪৮

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত একটি অনুষ্ঠানে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের আলোচিত সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সঙ্গে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক সফর আলী ভূইয়া। ওই অনুষ্ঠানে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল মতিন প্রধানও ছিলেন, যিনি ইতিমধ্যে আওয়ামী লীগে যোগদান করেছেন।

বিষয়টি নিয়ে নারায়ণগঞ্জে চলছে নানা গুঞ্জন। সিদ্ধিরগঞ্জের বিএনপি নেতারা ধীরে ধীরে আওয়ামী লীগে চলে যাচ্ছেন এমনটা বলাবলি করছেন স্থানীয়রা।

তবে সফর আলী ভূইয়া এখনো আওয়ামী লীগে আনুষ্ঠানিকভাবে যোগ দেননি। এ ব্যাপারে তাঁর সঙ্গে কথা বলতে মোবাইলে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

জানা গেছে, গত বৃহস্পতিবার বিকালে সিদ্ধিরগঞ্জে সফুরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সিদ্ধিরগঞ্জ থানা শাখা আয়োজিত ডিগবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান। ওই অনুষ্ঠানের মঞ্চে ছিলেন থানা বিএনপির আহ্বায়ক সফর আলী ভূইয়া। বৃহস্পতিবারের এ ঘটনাটি জানাজানি হলে শুক্রবার নারায়ণগঞ্জ বিএনপি নেতাকর্মীদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দেয়।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি জহিরুল ইসলাম রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য আওয়ামী লীগে যোগদানকারী আব্দুল মতিন প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, থানা যুবলীগের আহ্বায়ক নাসিক কাউন্সিলর মতিউর রহমান মতি, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক নাসিক কাউন্সিলর আরিফুল হক হাসান ও কাউন্সিলর হাজী ওমর ফারুক প্রমুখ।

নেতাকর্মীরা জানান, ২০০১ সালে জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন সফর আলী ভূইয়া। নির্বাচনী প্রচারের মধ্যেই নির্বাচনের মাত্র ২১ দিন আগে সফর আলীর মনোনয়ন বাতিল করে মনোনয়ন দেয়া হয় সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াসউদ্দীনকে। ২০১২ সালে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করেন তৎকালীন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার ও সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান মনির। ওই কমিটিতে সফর আলী ভূইয়াকে আহ্বায়ক, আবদুল মতিন প্রধানকে যুগ্ম আহ্বায়ক ও অধ্যাপক মামুন মাহামুদকে সদস্য সচিব করা হয়। এদের মধ্যে ইতিমধ্যে মতিন প্রধান আওয়ামী লীগে যোগদান করেছেন।

বৃহস্পতিবার শামীম ওসমানের ওই অনুষ্ঠানে সফর আলী ভূইয়ার উপস্থিতির বিষয়টি বিএনপি নেতাকর্মীদের মধ্যে জানাজানি হলে তুমুল সমালোচনার সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলেছেন, মতিন প্রধানের মতো যেকোনো সময় সফর আলী ভূইয়াও আওয়ামী লীগে যোগদান করতে পারেন।

তবে এ বিষয়ে বর্তমান নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহামুদ ঢাকাটাইমসকে মোবাইলফোনে বলেছেন, ‘সফর আলী ভূইয়া আহ্বায়ক পদে আছেন। তবে তিনি আসলে দায়িত্বটা পালন করেন না। তিনি আমাদের বলেছেন বয়সের কারণে রাজনীতিটা তিনি করবেন না। যে কারণে আমরা যুগ্ম আহ্বায়ক আলী হোসেন প্রধানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করেছিলাম। আলী হোসেন প্রধানও মারা গেছেন। এখন যুগ্ম আহ্বায়ক ও আমি থানার সদস্য সচিব হিসেবে সংগঠনটিকে চালিয়ে নিয়ে যাচ্ছি।’

বৃহস্পতিবার শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের অনুষ্ঠানে সফর আলী ভূইয়া ছিলেন এ ঘটনাটি মামুন মাহামুদের জানা নেই বলে দাবি করেছেন তিনি।

(ঢাকাটাইমস/১০নভেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

আল্লামা ইকবালের ৮৫তম মৃত্যুবার্ষিকীতে মুসলিম লীগের আলোচনা সভা

সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানাল রাষ্ট্র সংস্কার আন্দোলন

ভারতীয় পণ্য বর্জন চলবে: ফারুক

এই বিভাগের সব খবর

শিরোনাম :