ঢাকার যানজট জানিয়ে দেবে গুগল ম্যাপ

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ নভেম্বর ২০১৭, ১৬:২৪

গুগলের রিয়েল টাইম ট্রাফিক আপডেট সুবিধা চালু হলো রাজধানী ঢাকায়। এখন থেকে গুগল ম্যাপের মাধ্যমে ঢাকার যানজটের প্রকৃত অবস্থা জানা যাবে। এই সুবিধা প্রতিবেশি দেশ ভারতসহ বিভিন্ন দেশে চালু রয়েছে।

ঢাকার যেসব সড়কে যানজট বেশি সেসব এলাকা ম্যাপে লাল দেখাবে। রাস্তা ফাঁকা থাকলে তা সবুজ দেখাবে। এই সুবিধা চালুর ফলে নগরবাসীরা কিছুটা স্বস্তি পাবেন।

শুক্রবার রাত থেকে এই ফিচার গুগল ম্যাপে যোগ করা হয়েছে।

গুগলের এই সুবিধা পেতে ডেস্কটপ, ল্যাপটপ কিংবা স্মার্টফোন থাকা গুগল ম্যাপ ফিচারটি চালু করতে হবে। এরপর ম্যাপের মেন্যু থেকে ট্রাফিক অপশনটি অন করতে হবে। এটি চালু করার পর রাস্তাগুলোর ওপরে সবুজ, কমলা ও লাল রঙয়ের কিছু রেখা দেখতে পাওয়া যাবে।

এছাড়া ইন্টারনেট সংযোগ থাকা অবস্থায় স্মার্টফোনের নোটিফিকেশনেও কিছুক্ষণ পরপর রাস্তার গাড়ি চলাচলের আপডেট দেখা যাবে।

তবে রাজধানী ছাড়াও দেশের মহাসড়কগুলোতে যানজটের সর্বশেষ অবস্থাও জানা যাবে গুগল ম্যাপ থেকে।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :