ফরিদপুরে দুই ভাইকে হত্যায় মামলা, পাঁচজন জেল হাজতে

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ নভেম্বর ২০১৭, ১৭:১৫

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় শনিবার বিকালে আলফাডাঙ্গা থানায় মামলা হয়েছে।

নিহতদের বড় ভাই আবুল কাশেম মোল্যা বাদী হয়ে ৪১ জনের নাম উল্লেখসহ আরও সাত থেকে আটজনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা করেন।

মামলায় সাবেক ইউপি মেম্বার কাওসার শেখকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া কাওসার শেখের চার ছেলে অহিদ শেখ, আবু আলী, এনায়েত, ইয়াকুবকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে পূর্ব শত্রুতার জের ধরে আলফাডাঙ্গা বাজারের শ্মশান ঘাট এলাকায় একজদল লোক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ইদ্রিস মোল্যা ও লাভলু মোল্যাকে । পরে রাতে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল করিম জানান, ওই ঘটনার পর শুক্রবারই আমরা পাঁচজনকে গ্রেপ্তার করেছি। এরা হলেন- হারুন মোল্যা ও তার দুই ছেলে দীন ইসলাম, মহিদুল ইসলাম, তোতা মোল্যা ও তার ছেলে সৈয়দ আলী। তাদের শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহেব আলী বলেন, আটক পাঁচ আসামিকে শনিবার বিকালে চালান দেয়া হয়েছে। বাকি আসামিরা পলাতক রয়েছে। তবে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :