বাহরাইনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

বাহরাইন প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ নভেম্বর ২০১৭, ২০:০৩

বিএনপি বাহরাইন শাখার উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার বাহরাইনের রাজধানী মানামায় উজান ভাটি রেস্টুরেন্টে বিএনপির বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চুন্নুর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সভাপতি শেখ আবদুল হান্নান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিনিয়র উপদেষ্টা গোলাম রাব্বানী।

বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা ইউসুফ হোসেন সেলিম ও সিনিয়র সহ-সভাপতি সায়েম আহাম্মেদ।

বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশ একই সূত্রে গাথা। ১৯৭৫ সালের ৭ নভেম্বর না হলে বাংলাদেশের ইতিহাস ভিন্নরকম হতে পারত। ৭১ সালে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যদিয়ে আমরা যেমন স্বাধীনতা অর্জন করেছিলাম, তেমনই ৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আমরাই আধিপত্যবাদী-সাম্রাজ্যবাদী গোষ্ঠীর হাত থেকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করেছিলাম।

যতদিন স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ থাকবে এর ইতিহাসে ৭ নভেম্বর একটি উল্লেখযোগ্য স্থান দখল করে থাকবে।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :