চিত্র সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ নভেম্বর ২০১৭, ২০:১৯

সম্প্রতি চিত্র সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিটিসিএ)-এর উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের সাতমাথায় সংগঠনের সভাপতি এমদাদুল হক এমদাদের সভাপতিত্বে মানববন্ধন হয়।

মানববন্ধনে ছিলেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এ এইচ এম আকতারুজ্জামান, প্রেসক্লাবের সহ-সভাপতি জিয়া শাহীন, দৈনিক ইনকিলাবের ব্যুরো চিফ মহসিন আলী রাজু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক গণেশ দাস, বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শফিউল আযম কমল, দৈনিক কালের কন্ঠের ফটো সাংবাদিক ঠান্ডা আজাদ, দৈনিক করতোয়ার ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার আব্দুর রহমান টুলু, বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মমিনুর রশিদ শাহিন, দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক শাহিনুর রহমান বিমু, ফটো সাংবাদিক জেড এ মিলন, ভোরের দর্পনের স্টাফ রিপোর্টার ইলিয়াস হোসেন, দৈনিক মানবজমিন ও ঢাকা টাইমসের জেলা প্রতিনিধি প্রতীক ওমর প্রমুখ।

এ সময় বক্তারা চিত্র সাংবাদিকদের উপর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন এবং অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :