আখাউড়ায় বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা

আখাউড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ২১:৩০ | প্রকাশিত : ১১ নভেম্বর ২০১৭, ২০:২১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাবা-মা ও বড় ভাইয়ের সঙ্গে অভিমান করে বিষপানে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। তার নাম তাছলিমা আক্তার (তানিয়া)।

নিহত তানিয়া পৌরশহরের তারাগন গ্রামের বাসিন্দা জসিম উদ্দিনের মেয়ে এবং আখাউড়া নাছরীন নবী স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, তানিয়া আক্তার মোবাইল ফোনে আসক্তি হয়ে লেখাপড়ায় অমনোযোগী হয়ে পড়ে। সে বৃহস্পতিবার স্কুলে না যাওয়ায় বাবা-মা ও ভাই তাকে বকাঝকা করেন। এক পর্যায়ে তানিয়া তার পরিবারের ওপর অভিমান করে ঘরে রাখা কীটনাশক পান করে। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল পাঠানো হয়েছে। এঘটনায় কাউকে আটক করা হয়নি।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :