শ্রীপুরে তুচ্ছ ঘটনায় ঘুষিতে রাজমিস্ত্রীর মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ নভেম্বর ২০১৭, ২২:০৬

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বহেরারচালা গ্রামে শনিবার বিকালে তুচ্ছ ঘটনার জের ধরে কিল ঘুষিতে অহিদুল্লাহ নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহত অহিদুল্লাহ্ শ্রীপুর পৌর এলাকায় বহেরারচালা গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন। প্রায় ছয় বছর আগে চাঁদপুর থেকে বহেরার চালা এলাকায় এসে জমি কিনে বাড়ি তৈরি করে বসবাস করছিলেন।

অভিযুক্ত রাশিদ পার্শ্ববর্তী কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের বাসিন্দা। রাশিদও বহেরার চালা এলাকায় অহিদুল্লাহ্ বাড়ির পাশে জমি কিনে বাড়ি তৈরি করে বসবাস করছেন।

নিহতের মেয়ে লাকী আক্তার জানান, মঙ্গলবার বিকালে প্রতিবেশী রাশিদের সাথে তার বাবা অহিদুল্লাহর কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি এক পর্যায়ে অহিদুল্লাহ্ বুকে একাধিক কিল ঘুষি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে বাড়িতে বমি শুরু হলে তাকে স্থানীয় মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে অভিযুক্ত রাশিদ পলাতক রয়েছে। আল-হেরা হাসপাতালের আবাসিক চিকিৎসক পংকজ শীল বলেন, অহিদুল্লাহকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে- হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :