তৃণমূল আ.লীগ ও নতুন ভোটারে আশাবাদী ঝন্টু

তানিম আহমেদ, ঢাকাটাইমস
| আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ২৩:৪০ | প্রকাশিত : ১১ নভেম্বর ২০১৭, ২২:৪২

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু বলেছেন, তিনি আবার বিজয়ী হবেন এটা আশা করছেন। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আস্থা ও বিশ্বাস নিয়ে তাঁকে মনোনীত করেছেন সেটার মর্যাদা রক্ষায় তিনি সর্বাত্মক চেষ্টা করবেন। সব প্রতিকূলতা ডিঙ্গিয়ে ‘লাঙ্গলের ঘাঁটি’ খ্যাত রংপুরে আবার বিজয়ী হবেন বলে আশাবাদী তিনি। এক্ষেত্রে তৃণমূল আওয়ামী লীগ এবং নতুন ভোটাররা তাঁর ভরসা বলে জানিয়েছেন সরকারি দলের এই নেতা।

শনিবার সন্ধ্যায় গণভবনে রংপুর সিটি করপোরশেন নির্বাচনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেন কেন্দ্রীয় নেতারা। সাক্ষাৎকার শেষে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় ঝন্টুকে মনোয়ন দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০১২ সালে রংপুর পৌরসভা সিটি করপোরেশনে উন্নীত হওয়ার পর প্রথম নির্বাচনে ঝন্টু জিতেছিলেন ২৭ হাজার ভোটের ব্যবধানে। গত নির্বাচনে পরাজিত মোস্তাফিজার রহমান মোস্তফাকে এরই মধ্যে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। বিএনপি নির্বাচনে অংশ নেবে এমনটা আভাস দিলেও এখনো প্রার্থী চূড়ান্ত করেনি।

মনোনয়ন পাওয়ার পরপরই মেয়র ঝন্টু ঢাকাটাইমসের সঙ্গে মোবাইলফোনে একান্ত সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে কথা বলেন।

দ্বিতীয়বারের মতো মনোনয়ন পেলেন, আপনার অনুভূতি কী? এমন প্রশ্নে মেয়র ঝন্টু বলেন, ‘অনুভূতিটা আনন্দের। তবে তাৎক্ষণিকভাবে এখনই প্রতিক্রিয়া জানাতে চাই না। যে আশা-ভরসা নিয়ে আমাকে নৌকা প্রতীক দেয়া হয়েছে বিজয়টা ছিনিয়ে আনতে পারলে আমি সেদিন প্রতিক্রিয়া জানাতে পারবো।’

ঝন্টু বলেন, ‘রংপুর লাঙ্গলের ঘাঁটি হিসেবে খ্যাত। সেখানে লাঙ্গলকে শুইয়ে আমি নৌকা মার্কাকে এস্টাবলিস্ট করবো। আপনারা দোয়া করবেন, সেদিন যেন আপনাদেরকে মন খুলে বলতে পারি যে, নেত্রী যে মর্যাদাটুকু দিয়েছিলেন আমি সেটা রক্ষা করতে পেরেছি।’

বিজয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যিনি ভোটে দাঁড়ান তিনি জয়ের ব্যাপারে আশাবাদী হবেন এটাই স্বাভাবিক। তবে আমি শতভাগ আশাবাদী এখনই তা বলবো না। আপনারা জানেন যে, রংপুর লাঙ্গলের একটা ঘাঁটি, সেই ঘাঁটিতে নৌকা মার্কাকে বিজয়ী করতে পারলে সেদিনই বিজয়ের আনন্দটা হবে।’

নির্বাচনের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে ঝন্টু ঢাকাটাইমসকে বলেন, ‘সেটা এখনই বলতে পারবো না। এটা পরে বলতে পারবো।’ এ সময় তিনি বলেন, ‘নেত্রীর বিশ্বাস ছিল আমাকে প্রার্থী করলে আবার আওয়ামী লীগ বিজয়ী হতে পারবে। সেই বিশ্বাস থেকেই তিনি আমাকে মনোনীত করেছেন। আপনারা দোয়া করবেন আমি যেন নেত্রীর বিশ্বাসের প্রতিফলন ঘটিয়ে তাঁর সামনে এসে দাঁড়াতে পারি।’

দলীয় কোন্দলের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি ঢাকাটাইমসকে বলেন, ‘বড় দলে কোন্দল থাকবেই। কোন্দলের মধ্যেও আমাদেরকে কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। তৃণমূল আওয়ামী লীগ ও নতুন ভোটার যারা আওয়ামী লীগকে ভালোবাসে, নেত্রীকে ভালোবাসে তারা চাচ্ছে আমি যেন আবার মেয়র হই। তাদের নিয়ে আমি খুবই আশাবাদী। রংপুরে মানুষ আবার নৌকা মার্কাকে বিজয়ী করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’

দলীয় কোন্দল নিরসনের ব্যাপারে মেয়র বলেন, ‘আমি সবাইকে ডাকবো। এটা আমার কর্তব্য। সবাইকে অনুনয় বিনয় করে অনুরোধ করবো। আজকেও নেত্রীর সামনে অনুরোধ করেছি। হাত জোড় করে অনুরোধ করেছি। তারপরও কেউ না এলে, অন্য কিছু করলে তার বিপক্ষে নেত্রীর কাছে অভিযোগ দেব। উনি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।’

(ঢাকাটাইমস/১১নভেম্বর/টিএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :