টঙ্গীতে অকৃতকার্য শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ নভেম্বর ২০১৭, ১৮:৫৩

গাজীপুরের টঙ্গীতে একটি স্কুলের এসএসির নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণে ফরম পূরণ করতে না দেয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে একটি স্কুলের কিছু শিক্ষার্থী। এর আগে তারা অধ্যক্ষের কক্ষের আসবাবপত্র ভাঙচুর করেছে।

রোববার বিকালে চেরাগআলী এলাকায় অবস্থিত সাহাজ উদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের অবরোধের ফলে দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা। পরে খবর পেয়ে টঙ্গী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেন।

জানা যায়, এ বছরের এসএসসির নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়া কয়েকজন শিক্ষার্থীকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে পরীক্ষার ফরম পূরণের সুযোগ করে দেয় স্কুল কর্তৃপক্ষ। যারা অতিরিক্ত টাকা দিতে পারেনি তাদের আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ দেওয়া হয়নি। এতে বাকি শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে স্কুলের অধ্যক্ষের কক্ষে ভাঙচুর ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।

এ ব্যাপারে সাহাজ উদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. সিরাজ উদ্দিন জানান, অকৃতকার্য ছাত্রছাত্রীদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি। তাদের ফরম পূরণ করতে না দেওয়ায় তারা অধ্যক্ষের কক্ষের আসবাবপত্র ভাঙচুর করে।

(ঢাকাটাইমস/১২নভেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :