‘নৌকায় ভোট দিলে মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটে’

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ নভেম্বর ২০১৭, ১৯:২৯

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ বলেছেন, ‘নৌকায় ভোট দিলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটে, দেশ অর্থনীতি সমৃদ্ধশালী হয়।’ তাই আগামীতেও নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তিনি আহ্বান জানান।

রবিবার বিকালে ফরিদপুরের সদরপুর স্টেডিয়াম মাঠে বিশাল জনসভায় এই কথা বলেন তিনি।

আব্দুল ফায়েজ হাওলাদার মতিন সভাপতিত্বে এই জনসভায় সাবেক এমপি মোশাররফ হোসেনের পুত্র ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট শাহেদীদ গামাল লিপু আনুষ্ঠানিকভাবে কাজী জাফরউল্লাহ সঙ্গে যোগদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে কাজী জাফরউল্লাহ বলেন, ‘আগামী নির্বাচনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করলে শেখ হাসিনার বিজয় সুনিশ্চিত হবে। এখন থেকে নিজেদের ভেদাভেদ ভূলে গিয়ে দলের জন্য কাজ শুরু করুন।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শাহেদীদ গামাল লিপু, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, আবু আলম রেজা, ফকির আব্দুস ছত্তারসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা।

(ঢাকাটাইমস/১২নভেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :