তেঁতুল হুজুরদের মতো গরিবও দেশে থাকবে না: ইনু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ নভেম্বর ২০১৭, ২০:০১

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘স্বাধীন বাংলাদেশে যেমন রাজাকার, জঙ্গি ও তেঁতুল হুজুররা থাকবে না, তেমনি গরিবও থাকবে না। এদের বিরুদ্ধে দাঁড়ানোর পাশাপাশি বৈষম্যহীন উন্নয়নের পথে হাঁটতে হবে সমাজবাদের দর্শন নিয়ে।’

রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ‘টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)-র আলোকে বাংলাদেশে দলিত জনগোষ্ঠীর অবস্থান’ শীর্ষক সংলাপের আয়োজন সেন্টার ফর ডায়ালগ সিপিডি।

তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে নিয়ে যেতে হলে টেকসই রাজনীতি ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বা দলিত-বঞ্চিতদের নিয়েই করতে হবে।’

দারিদ্র ও বৈষম্যকে প্রধান দুই চ্যালেজ্ঞ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সব প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে আসতে হবে উন্নয়নের মূল স্রোতে। এজন্য সরকার বিশেষ কোটা পদ্ধতির ব্যবস্থা করেছে। তাদের জন্য আলাদা করে বাজেটের ব্যবস্থা করেছে। সরকারের পাশাপাশি রাজনৈতিক দল এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করতে হবে।’

আয়োজক সংস্থার আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্রাচার্য বলেন, ‘বাংলাদেশ অর্থনৈতিক সূচকে কতটুকু এগিয়েছে সেটা প্রমাণ পাওয়া যাবে, পিছিয়ে পড়া মানুষগুলো কতটুকু এগিয়েছে। দেখতে হবে সাধারণ প্রবৃদ্ধির হার বেড়ে সেটা দরিদ্রদের মাঝে চুইয়ে পড়ছে কি না।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামছুল আলম, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন ও রিসার্চ ইনিশিয়েটিভসের নির্বাহী পরিচালক মেঘনা গুহঠাকুরতা।

(ঢাকাটাইমস/১২নভেম্বর/এনআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দেশের অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের

গ্রেপ্তারি পরোয়ানার মধ্যেই প্রতিবাদ সভায় বক্তব্য দিলেন নুর

বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী 

কৃষির উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করার পরামর্শ প্রধানমন্ত্রীর

আজ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :