হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার পেলেন দুই লেখক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ নভেম্বর ২০১৭, ২০:৪৭

সামগ্রিক অবদানের জন্য জ্যোতিপ্রকাশ দত্ত এবং নবীন কথাসাহিত্যিক মোজাফফর হোসেন ২০১৭ সালের এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার পেয়েছেন।

রবিবার বিকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তাদের হাতে তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। সভাপতিত্ব করেন এই পুরস্কারের জন্য গঠিত বিচারকমণ্ডলীর সভাপতি ইমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান।

২০১৫ সালে প্রবর্তিত হয় ‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার’। এই বছর এ পুরস্কার পেলেন সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য প্রবীণ কথাশিল্পী জ্যোতিপ্রকাশ দত্ত এবং নবীন সাহিত্য শ্রেণিতে (অনুর্ধ্ব ৪০ বছর বয়স্ক লেখক) মোজাফফর হোসেন।

তারা পুরস্কার হিসেবে পেয়েছেন যথাক্রমে পাঁচ লাখ এবং এক লাখ টাকা। এ ছাড়া প্রদান করা হয় ক্রেস্ট, উত্তরীয় এবং সার্টিফিকেট।

প্রসঙ্গত, ২০১৫ সালে এই দুটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছিলেন যথাক্রমে শওকত আলী ও সাদিয়া মাহ্জাবীন ইমাম এবং ২০১৬-এ হাসান আজিজুল হক ও স্বকৃত নোমান।

(ঢাকাটাইমস/১২নভেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :