রেকর্ড গড়লেন বাস্তবের আয়রনম্যান (ভিডিও)

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ নভেম্বর ২০১৭, ১৩:১০

দ্রুত গতিতে আকাশে উড়ে রেকর্ড গড়লেন বাস্তবের আয়রনম্যান। জেট ইঞ্জিন ব্যবহার করে আকাশে উড়লেন তিনি। আর তাতেই মিললো গিনিস ওয়ার্ল্ড রেকর্ড। বাস্তবের এই আয়রনম্যানের নাম রিচার্ড ব্রাউং।

রিচার্ড গ্রাভিটি ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা। তিনি জেট ইঞ্জিন সমৃদ্ধ সুট পরে আকাশে উড়েছেন। অবশ্য রেকর্ডটা দ্রুত গতির জন্য। ৩২ মাইল গতিতে আকাশে রিচার্ডই প্রথম উড়েছেন।

ইংল্যান্ডের লাগুনা পার্কে গিনিস কর্তৃপক্ষের উপস্থিতি আকাশে ওড়েন বাস্তবের এই আয়রনম্যান। আকাশে ওড়ার সময় তার সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ৩২.০২ মাইল বা ৫১.৫৩ কিলোমিটার। এর আগে জেট সুট পরে কেউ এত দ্রুতগতিতে উড়তে সক্ষম হয়নি।

এই সুটটিতে ছিল ছয়টি ছোট আকারের কেরোসিন চালিত মাইক্রো গ্যাস টার্বাইন ইঞ্জিন। এগুলোর ওজন ২২ কেজি। এই ইঞ্জিনটি শরীরের নড়ানড়া দিয়ে নিয়ন্ত্রিত হয়।

গিনিস ওয়ার্ল্ড রেকর্ড প্রাপ্তি প্রসঙ্গে রিচার্ড বলেন, ‘আমি আনন্দিত, অভিভূত। সেই সঙ্গে আমি গবির্তও। আমাদের এই সাফল্য সারা পৃথিবীর জন্য।’

(ঢাকাটাইমস/১৩নভেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :