সরকারের খুশি মতো পরিচালিত হয় এনসিটিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ নভেম্বর ২০১৭, ১৬:৪৮ | প্রকাশিত : ১৩ নভেম্বর ২০১৭, ১৪:১৮

যে সময় যে সরকার থাকে তাদের ভাবধারা ও খুশিমত পাঠ্যপুস্তক পরিবর্তন হয় বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, আমরা দেখেতে পাই সরকার পরিবর্তন হলে পাঠ্যপুস্তকেও কিছু পরিবর্তন হয়, তাদের ভাবধারা প্রকাশ পায় পাঠ্যপুস্তকে।

সোমবার টিআইবি আয়োজিত ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি): পাণ্ডুলিপি প্রণয়ন ও প্রকাশনায় সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে হয় এ সংবাদ সম্মেলন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, এনসিটিবি সরাসরি আদেশের ওপর নির্ভনশীল প্রতিষ্ঠান। আমরা সরকারের প্রভাবমুক্ত এনসিটিবি দেখতে চাই। আর এ জন্য প্রয়োজন ‘জাতীয় শিক্ষাক্রম কমিশন গঠন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশন গঠন করলেই যে সরকারি প্রভাবমুক্ত পুরোপুরি হবে সেটা বলছি না। তবে কমিশন গঠন করলে একটা প্রক্রিয়ার মধ্যে ধাকবে। যেমন দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়েছে, আমরা এ কমিশন গঠনে অনেক বলেছি।

টিআইরির গবেষণায় উঠে আসে- এনসিটিবির কার্যক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের প্রভাব ও নিয়ন্ত্রণ রয়েছে, পাঠ্যবই লেখার মতো ‘বিশেষায়িত’ বিষয়কে যথাযথা গুরুত্ব দেয়া হচ্ছে না, অনেক ক্ষেত্রে প্রকৃত বিশেষজ্ঞদের এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হয় না। এনসিটিবির পান্ডুলিপি প্রণয়ন প্রক্রিয় অস্বচ্ছ, সঠিকভাবে পান্ডুলিপি লেখা হচ্ছে না, দলীয় রাজনৈতিক ও মতাদর্শগত প্রভাব বিদ্যামান। পাঠ্যবই প্রকাশনা প্রক্রিয়ায় দুর্নীতি ও অনিয়ম বিদ্যমান-ব্যক্তিগত আর্থিক সুবিধা আদায়, মানসম্মত বই সরবরাহ না করা, পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক চাপের মুখে পরিবর্তন করা হয়।

গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন টিআইবির গবেষণা ও পলিসি বিভাগের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মোরশেদা আক্তার ।

২০১৬ সালের অক্টোবর থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত সময় গবেষণার তথ্য সংগ্রহ করা হয়েছে বলে জানানো হয়।

(ঢাকাটাইমস/১৩নভেম্বর/জেআর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

স্বস্তি নেই মাছ-মাংসে, ফের বাড়ছে আলু-পেঁয়াজের দাম 

ট্রেনে ঈদযাত্রা: ৮ এপ্রিলের টিকিট বিক্রি শুরু

ঢাকায় কর দিয়ে ২৬৮০ বিয়ে 

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

এই বিভাগের সব খবর

শিরোনাম :