জামালপুরে মাদক ও কিশোর অপরাধ নির্মূলে সমাবেশ

জামালপু প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ নভেম্বর ২০১৭, ১৫:০৮

জামালপুরে মাদকের ভয়ঙ্কর আগ্রাসন থেকে নতুন প্রজন্মকে রক্ষা এবং কিশোর অপরাধ নির্মূলে গণজারণমূলক সমাবেশ অনুষ্ঠিত হযেছে।

সোমবার সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ।

শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য হাবিবুর রহমান দুলাল, জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ নাসিমুল ইসলাম, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, নারায়ণপুর তদন্ত কেন্দ্রে পুলিশ পরিদর্শক মহব্বত কবির, জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তরিকুল ইসলাম, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান প্রমূখ।

প্রধান অতিথি স্থানীয় সরকারের উপপরিচালক খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ইউনিয়ন পরিষদ এবং বেসরকারি সংস্থারগুলো প্রতিটি এলাকায় এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করলে সমাজ থেকে মাদক, কিশোর অপরাধ এবং বাল্য বিয়ের মতো অভিশাপ থেকে জাতি রক্ষা পাবে।

তিনি এই সমাবেশের আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, প্রশাসন এই ধরনের কাজের পাশে সব সময় থাকবে।

(ঢাকাটাইমস/১৩নভেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :