আখাউড়ায় পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

আখাউড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ নভেম্বর ২০১৭, ১৫:৪২

বেতন-ভাতা ও পেনশনসহ সকল আর্থিক সুবিধা সরকারি কোষাগার থেকে পাওয়ার দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসাবে সোমবার আখাউড়া পৌর শাখার উদ্যোগে পৌরসভা চত্বরে পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালনকালে পৌর কর্মকর্তা-কর্মচারিরা তাদের দাবির স্বপক্ষে নানা স্লোগান দেয়।

আন্দোলনকারীরা তাদের সকল বেতন-ভাতা ও পেনশন সুবিধা সরকারি কোষাগার থেকে দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানান।

আখাউড়া পৌর শাখার সভাপতি ও আখাউড়া পৌরসভার প্রকৌশলী ফয়সাল আহম্মেদ খানের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী, পৌর সচিব মো. ফারুক মিয়া, সহকারী প্রকৌশলী মো. বাবুল হোসেন, গোলাম কিবরিয়া প্রমুখ।

ঢাকাটাইমস/১৩নভেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :