হিরোইনসহ নেত্রকোণা পৌরসভার কাউন্সিলর আটক

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ নভেম্বর ২০১৭, ১৭:৪০

প্রায় ১১ লাখ টাকার হিরোইনসহ নেত্রকোণা পৌরসভার এক কাউন্সিলরকে আটক করেছে পুলিশ। তার নাম শফিকুল ইসলাম খান খোকন। একই সাথে কাউন্সিলরের সহযোগী লাবনী আক্তার (৪০) নামে এক নারীকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

সোমবার দুপুর সোয়া ১টার দিকে তাদের আটক করা হয়। আটক খোকন পৌরসভার তিন নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর। তিনি শহরের চকপাড়া এলাকার মৃত জালাল উদ্দিন খানের ছেলে।

কাউন্সিলর খোকন মাদক ব্যবসার একজন ডিলার বলে দাবি করে নেত্রকোণা মডেল থানার পরিদর্শক আমীর তৈমুর ইলী বলেন, লাবনীকে দিয়ে খুচরাভাবে মাদক বিক্রি করাতেন খোকন।

পরিদর্শক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের চকপাড়া এলাকার হরিজন পল্লীতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে আটক করা হয় খোকন ও লাবনীকে। পরে তল্লাশি চালিয়ে খোকনের কাছ থেকে জব্দ করা হয় প্রায় ১১ লাখ টাকা দামের ১১০ গ্রাম হিরোইন ও লাবনীর কাছ থেকে ১১ পিস ইয়াবা জব্দ করা হয়।

পরিদর্শক আরো জানান, থানায় উপ-পরিদর্শক নূরুল ইসলাম বাদী হয়ে এদের বিরুদ্ধে মাদক আ্াইনে মামলা করেছেন। পরে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

(ঢাকাটাইমস/১৩নভেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :