শ্রীপুরে ইয়ুথ ফোরামের উদ্যোগে কিশোরীর বাল্যবিয়ে বন্ধ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ নভেম্বর ২০১৭, ১৮:০৮
প্রতীকী ছবি

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নে এক কিশোরীর বাল্য বিয়ে বন্ধ করেছেন উপজেলা ইয়ুথ ফোরামের সদস্যরা।

রবিবার গভীর রাতে শ্রীপুর থানাপুলিশের সহযোগিতায় এ বিয়ে বন্ধ করা হয়।

কিশোরী টেপিরবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে অধ্যয়নরত। কিশোরীর অমতে তাঁর পরিবারের সদস্যরা এ বিয়ের আয়োজন করে।

শ্রীপুর উপজেলা ইয়ুথ ফোরামের সভাপতি সাহিদা আক্তার স্বর্না জানান, কিশোরীর অমতে তাঁর পরিবারের সদস্যরা রোববার রাতের বেলায় এ বিয়ের আয়োজনের চেষ্টা করলে কিশোরীটি মুঠোফোনে বিয়ে বন্ধের বিষয়ে ইয়ুথ ফোরামের সহযোগিতা চান। পরে ইয়ুথ ফোরামের সদস্যরা শ্রীপুর থানাকে অবহিত করলে তাঁরা বাল্য বিয়ে বন্ধ করেন।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে রাতেই পুলিশ কিশোরীর বাড়িতে গিয়ে বাল্য বিয়ের কুফল সম্পর্কে তাঁদের অবহিত করলে পরিবারের সদস্যরা বিয়ে বন্ধের সিদ্ধান্ত নেন।

(ঢাকাটাইমস/১৩নভেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :