গাড়ি পাচ্ছেন এসিল্যান্ডরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ নভেম্বর ২০১৭, ১৮:১৪

দেশের সব সহকারী কমিশনার (এসিল্যান্ড) একটি করে গাড়ি পাবেন বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। সহকারী কমিশনারদের মাঝে বিতরণের জন্য ইতোমধ্যে ১০০টি গাড়ি কেনা হয়েছে বলেও জানান মন্ত্রী।

রবিবার সংসদে সরকারি দলের সদস্য গাজী ম. ম. আমজাদ হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

ভূমিমন্ত্রী বলেন, ‘সরকারের সিদ্ধান্ত মাঠ পর্যায়ে বাস্তবায়নে সহকারী কমিশনারদের (ভূমি) অনেক দৌড়াদৌড়ি করতে হয়। সরকারি ভূমি উদ্ধারে তাদের মাঝে মাঝে অভিযানও পরিচালনা করতে হয়। সুতরাং তাদের সবারই গাড়ির প্রয়োজন। ইতোমধ্যে ১০০টি গাড়ি কেনা হয়েছে, আরও গাড়ি কেনা হবে। পর্যায়ক্রমে সব জেলা-উপজেলা পর্যায়ের সহকারী কমিশনারদের গাড়ি দেয়া হবে।’

সরকারি দলের সদস্য নুরজাহান বেগমের তারকা চিহ্নিত অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সারাদেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্পের আওতায় মোট তিন হাজার ১০০টি ভূমি অফিস নির্মাণ করা হবে।

(ঢাকাটাইমস/১৩নভেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :