পায়রা বন্দরের জন্য অধিগ্রহণকৃত জমির মালিকদের মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ নভেম্বর ২০১৭, ১৯:০৪

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা সমুদ্র বন্দরের জন্য অধিগ্রহণকৃত জমির তিন গুণ ক্ষতিপূরণ প্রদানের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ক্ষতিগ্রস্ত ভূমির মালিকরা।

উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতিবাজারে সোমবার সকাল ১০টায় এ মানববন্ধন হয়। মানববন্ধনে লালুয়ার কয়েক হাজার মানুষ অংশ নেন।

মানববন্ধনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর তারিকুজ্জামান তারা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ চান খান, ইউপি সদস্য মজিবুর রহমান, আবু বক্কর মাওলানা, যুবদল নেতা সজল বিশ্বাস, আওয়ামী লীগ নেতা ফোরকান প্যাদা, আব্দুল হক প্রমুখ।

বক্তারা দাবি করেন, পায়রা বন্দরের জন্য জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত তিনগুণ টাকা দিতে হবে। এছাড়া যোগ্যতার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পায়রা সমুদ্র বন্দরে চাকরি দেয়ার দাবি জানান।

প্রসঙ্গত, পায়রা সমুদ্র বন্দরের জন্য লালুয়া ইউনিয়ন থেকে প্রায় সাত হাজার একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করেছে পটুয়াখালী জেলার ভূমি অধিগ্রহণ বিভাগ।

(ঢাকাটাইমস/১৩নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :