চাঁদপুর-শরীয়তপুর ফেরি সার্ভিস শুরু

চাঁদপুর সংবাদদাতা, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ নভেম্বর ২০১৭, ২০:০৮

মেঘনা নদীর নৌ-চ্যানেল খনন কাজের জন্য বন্ধ থাকা চাঁদপুর শরীয়তপুর ফেরি সার্ভিস আবার শুরু হয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টায় চাঁদপুর হরিণা ঘাট থেকে যানবাহন নিয়ে আলু বাজার ঘাটের উদ্দেশ্যে ফেরি কুসুম কলি ছেড়ে যায়। কেতকি ও কস্তুরি নামের বাকি দুটি ফেরিও পর পর ছেড়ে যাবে বলে দায়িত্বরত কর্মকর্তারা জানিয়েছেন।

চাঁদপুর বিআইডাব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) পারভেজ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার রাত ৮টা পর্যন্ত বন্ধ থাকার কথা থাকলেও সন্ধ্যায় ফেরি চালু করা হয়েছে। এখনও খনন কাজ করা হচ্ছে। তবে ফেরি চলাচলে কোন বিঘœ ঘটবে না।

গত শনিবার বিকাল ৪টায় চাঁদপুর-শরীয়তপুর নৌ-চ্যানেলর শরীয়তপুর অংশে খনন কাজ নির্বিঘেœ করার জন্য বিআইডাব্লিউটিএ এবং বিআইডাব্লিউটিসির প্রকৌশলী শাখা ও উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ফেরি সার্ভিস বন্ধ করা হয়।

(ঢাকাটাইমস/১৩নভেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :