হিন্দু পল্লীতে হামলা

ছেলেসহ প্রধান আসামি জামায়াত নেতা গ্রেপ্তার

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৭, ১২:০৫ | আপডেট: ১৪ নভেম্বর ২০১৭, ১২:২৯

ব্যুরো প্রধান, রংপুর

রংপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ ও হামলার প্রধান আসামি জামায়াত নেতা মাওলানা সিরাজুল হক ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার গভীর রাতে জেলার গঙ্গাচরা উপজেলার খলেয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রংপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল মিয়া ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মাওলানা সিরাজুল হক খলেয়া ইউনিয়ন শাখা জামায়াতের সেক্রেটারি। মামলার দ্বিতীয় আসামি তার ছেলে আব্দুল্লাহ আল-তারেকও জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত শুক্রবার রংপুরের ঠাকুরপাড়ায় হিন্দুদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ করে কয়েক হাজার মানুষ। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক যুবক নিহত হন।

এ ঘটনায় শনিবার নগরীর গঙ্গাচড়া ও কোতোয়ালি থানায় দুই হাজারের বেশি লোককে আসামি করে দুটি মামলা করে পুলিশ। মামলার পর ১২৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

শনিবার গ্রেপ্তার হন সদরের খলেয়া ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি ও শলেয়াশাহ জামে মসজিদের ইমাম সিরাজুল ইসলামসহ ৫৩ জন।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/আরআই/জেডএ)