ঠেকায় পড়েছি যে হাসিনার অধীনে নির্বাচনে যাব: দুদু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ১৫:১৭ | প্রকাশিত : ১৪ নভেম্বর ২০১৭, ১৪:২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধান থাকলে বিএনপি আবার ভোট বর্জন করবে বলে জানিয়েছেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, রবিবার সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় খালেদা জিয়ার বক্তব্যে এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লা‌বে এক আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান এসব কথা বলেন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সেনাবাহিনীতে ঘটা নানা ঘটনার স্মরণে বিএনপির সহযোগী সংগঠন কৃষকদল এ আলোচনার আ‌য়োজন করে। এই দিনটিকে বিএনপি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ এবং আওয়ামী লীগ ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ হিসেবে পালন করে।

দুদু বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে, আওয়ামী লীগের সভানেত্রীর অধীনে আমরা নির্বাচন করব কেন? আমরা কি ঠেকায় পড়ছি নাকি? হাসিনার অধীনে কোন নির্বাচন হবে না। হতে দেয়া হবে না।’

‘আমরা কোন দিকে যাব, আমাদের নেত্রী (খালেদা জিয়া) ১২ তারিখে (সোহরাওয়ার্দীর উদ্যানের সমাবেশ) সেটার নির্দেশনা দিয়ে দিয়েছেন স্পষ্ট করে। এখানে কোন রাগ নেই।’

শেখ হাসিনার অধীনে নির্বাচন না হলে কীভাবে ভোট হবে-নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দিয়ে দিয়েছেন দুদু। বলেন, ‘আমরা শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন করব না। তাহলে কীভাবে করবে? ১৯৯১, ৯৬, ২০০১ সালের মতো করব। আর চাইলে ২০০৮ মতো করব। এগুলো আলোচনা করে আমরা ঠিক করব।’

খালেদা জিয়া আলোচনার যে প্রস্তাব দিয়েছেন সরকারকে সেভাবে কাজ করার পরামর্শ দিয়ে বিএনপি নেতা বলেন, ‘সেটা (আলোচনা) সফল হলে আন্দোলনের প্রয়োজন নেই, আর না হলে আন্দোলন কত প্রকার এবং কী কী এবার বিএনপি এবং ২০ দল মাঠেই দেখিয়ে দেবে।’

গুম, খুন, অপহরণ বন্ধ করতে, লুটপাট বন্ধ করে অর্থনীতিতে সু-বাতাস ফিরিয়ে আনতে, সেন্ট্রাল ব্যাংকের লুট হওয়া টাকা ফিরিয়ে আনতে এবং সেই সাথে বিচার ব্যবস্থায় যদি সত্যিকারে মানুষের আস্থা ফিরিয়ে আনতে হলে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করা ছাড়া দ্বিতীয় কোন পথ নেই বলেও মন্তব্য করেন দুদু।

বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়া‌জ্জেম হো‌সেন আলাল, কৃষকদলের সহ সভাপ‌তি না‌জিম উদ্দিন প্রমুখ আলোচনায় বক্তব্য রাখেন।

ঢাকাটাইমস/১৪নভেম্বর/জিএম/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :