আওয়ামী লীগের সময় শেষ: মোশাররফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ নভেম্বর ২০১৭, ১৪:৪৬

২০০৯ সাল থেকে টানা ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সময় শেষ হয়ে গেছে বলে দাবি করেছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন। জনগণ আর তাদেরকে ক্ষমতায় দেখতে চায় না বলেও দাবি করেছেন তিনি।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই মন্তব্য করেন। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহের স্মরণে এই আলোচনার আয়োজন করে কৃষক দল। বিএনপি দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে।

১৯৭৫ সালের ৭ নভেম্বরের কথা উল্লেখ করে মোশাররফ তিনি বলেন, ‘৭ নভেম্বরের ঘটনাকে বিকৃত করে একটি মহল সুবিধা নিচ্ছে। আমাদের জাতিস্বত্তার পরিচয় আমরা বাংলাদেশি। ভারতের একটা অংশে অনেকেই বাঙালি। আমাদের সঠিক পরিচয় তুলে ধরেছেন জিয়াউর রহমান। ধর্ম নিরপেক্ষতার নামে যে ধর্মহীনতা তা জিয়াউর রহমান দূরীভূত করার পদক্ষেপ নেন।'

জিয়াউর রহমানকে নিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের দেয়া একটি বক্তব্যের সমালোচনা করে মোশাররফ বলেন, ‘একজন মন্ত্রী বলেছেন ১৯৭১ সালর ২৬ মার্চের আগে জিয়াউর রহমানের নাম কেউ জানতো না, তার মানে কি? জিয়াউর রহমানের ভূমিকার কারণেই তাকে সবাই চেনে।’

জিয়াউর রহমান গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিল দাবি করে করে বিএনপি নেতা বলেন, ‘বাকশালকে হত্যা করেছিল কে? এজন্যই আওয়ামী লীগ এতো ক্ষ্যাপা।’

সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/বিইউ/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

কঠিন দুঃসময় চলছে: মির্জা ফখরুল

খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে শুক্রবার নয়াপল্টনে মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশ

কারাগারে আটক বিএনপি নেতা খোকনের বাসভবনে সালাম

খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারের যে কারো সঙ্গে আলোচনায় প্রস্তুত আছি: অলি

সৌদি আরব-আমেরিকায় বাংলাদেশের চেয়েও বড় দুর্ঘটনা ঘটে: ওবায়দুল কাদের

আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরও তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

সরকার চোরাবালির ওপর, পতন অনিবার্য: রিজভী

আ.লীগের কার্যনির্বাহী বৈঠক ৩০ এপ্রিল, গুরুত্ব পাবে উপজেলা নির্বাচন

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে আব্দুল আউয়াল মিন্টু

বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণের মরদেহের প্রতি আ.লীগের শ্রদ্ধা

এই বিভাগের সব খবর

শিরোনাম :